পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress Demands Caste Census: মোদিকে চিঠি লিখে জাতিশুমারির দাবি জানাল কংগ্রেস - আমি আপনাকে একটি সম্পূর্ণ জাতিশুমারি তৈরি করার

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, 2021 সাল থেকে নিয়মিত দেশে আদমশুমারি হওয়ার কথা থাকলেও তা এখনও পরিচালিত হয়নি। এই ইস্যুতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবদের সমর্থনও পেয়েছে কংগ্রেস ৷

Etv Bharat
মোদিকে চিঠি লিখে জাতিশুমারির দাবি কংগ্রেসের

By

Published : Apr 17, 2023, 1:48 PM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল: জাতিশুমারি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এবার পূর্ণাঙ্গ জাতিশুমারির দাবি জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ বেশ কিছু রাজনৈতিক দলও জাতিশুমারি নিয়ে কংগ্রেসকেই সমর্থন করেছে ৷ চিঠিতে খাড়গের অভিযোগ, দেশে কোনও পূর্ণাঙ্গ জাতিশুমারি নেই ৷ সামাজিক ন্যায়বিচারের পাশাপাশি বিশেষত ওবিসিদের জন্য একটি নির্ভরযোগ্য ডেটাবেস তৈরি করা প্রয়োজন বলেও মনে করেছেন খাড়গে ৷

খাড়গে তাঁর চিঠিতে লিখেছেন, "আমি আপনাকে আবারও একটি সম্পূর্ণ জাতিশুমারি তৈরি করার জন্য জাতীয় কংগ্রেসের তরফে দাবি জানাচ্ছি ৷ আমাদের সহকর্মীরা এবং আমি নিজেও এই দাবিতে সংসদের উভয় কক্ষে আগেও বেশ কয়েকবার সরব হয়েছি ৷" পাশাপাশি অন্য বিরোধী দলের নেতারাও যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তাও চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন খাড়গে ৷ কংগ্রেস সভাপতি তাঁর চিঠিতে লিখেছেন, "আপনি জানেন যে প্রথম ইউপিএ সরকার 2011-12 সালে দেশের প্রায় 25 কোটি পরিবারের উপর সমীক্ষা চালিয়ে আর্থ-সামাজিক অবস্থা এবং জাতি শুমারি পরিচালনা করেছিল ৷ যদিও তা আর সূর্যের আলো দেখতে পারেনি ৷ 2014 সালে আপনার সরকারের আমল থেকে কংগ্রেস এবং অন্যান্য সাংসদরা এই তথ্য প্রকাশ করার দাবি জানিয়ে আসছে ৷" পাশাপাশি এই জাতিশুমারি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বলেও চিঠিতে সেফ জানান খাড়গে ৷

আরও পড়ুন: সারদা থেকে নিয়োগ দুর্নীতি ! এগারো বছরে গ্রেফতার রাজ্যের এক ডজন সাংসদ-বিধায়ক

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, 2021 সাল থেকে নিয়মিত দেশে আদমশুমারি হওয়ার কথা থাকলেও তা এখনও পরিচালিত হয়নি। সেই সঙ্গে খাড়গের সাফ দাবি, "অবিলম্বে বিস্তৃত জাতিশুমারি প্রকাশ করা হোক ৷" রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি প্রধানমন্ত্রী মোদিকে 2011 সালের জাতি-ভিত্তিক আদমশুমারির তথ্য পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবি জানিয়ে ছিলেন ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী, আপনি ওবিসিদের কথা বলছেন। সেই ডেটা জনসাধারণের সামনে প্রকাশ করুন। দেশকে অবগত করুন, দেশে কত ওবিসি, দলিত এবং উপজাতি রয়েছে।" অন্যদিকে, এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "জাতিশুমারির তথ্য প্রকাশ করার দায়িত্ব কেন্দ্রেরও ৷ আগামী আদমশুমারি অবশ্যই জাতি এবং বর্ণের ভিত্তিতে করা উচিত।" তাঁর অভিযোগ, 13 বছর হয়ে গেলেও দেশে কোনও আদমশুমারি হয়নি। পাশাপাশি, নেতা তেজস্বী যাদব বলেন, "আমরা সব দলের কাছে জাতিশুমারির দাবি জানিয়েছি। সর্বত্র এই শুমারি করা উচিত। কংগ্রেস সভাপতির দাবি সঠিক এবং ন্যায্য।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details