নয়াদিল্লি, 17 এপ্রিল: জাতিশুমারি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এবার পূর্ণাঙ্গ জাতিশুমারির দাবি জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ বেশ কিছু রাজনৈতিক দলও জাতিশুমারি নিয়ে কংগ্রেসকেই সমর্থন করেছে ৷ চিঠিতে খাড়গের অভিযোগ, দেশে কোনও পূর্ণাঙ্গ জাতিশুমারি নেই ৷ সামাজিক ন্যায়বিচারের পাশাপাশি বিশেষত ওবিসিদের জন্য একটি নির্ভরযোগ্য ডেটাবেস তৈরি করা প্রয়োজন বলেও মনে করেছেন খাড়গে ৷
খাড়গে তাঁর চিঠিতে লিখেছেন, "আমি আপনাকে আবারও একটি সম্পূর্ণ জাতিশুমারি তৈরি করার জন্য জাতীয় কংগ্রেসের তরফে দাবি জানাচ্ছি ৷ আমাদের সহকর্মীরা এবং আমি নিজেও এই দাবিতে সংসদের উভয় কক্ষে আগেও বেশ কয়েকবার সরব হয়েছি ৷" পাশাপাশি অন্য বিরোধী দলের নেতারাও যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তাও চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন খাড়গে ৷ কংগ্রেস সভাপতি তাঁর চিঠিতে লিখেছেন, "আপনি জানেন যে প্রথম ইউপিএ সরকার 2011-12 সালে দেশের প্রায় 25 কোটি পরিবারের উপর সমীক্ষা চালিয়ে আর্থ-সামাজিক অবস্থা এবং জাতি শুমারি পরিচালনা করেছিল ৷ যদিও তা আর সূর্যের আলো দেখতে পারেনি ৷ 2014 সালে আপনার সরকারের আমল থেকে কংগ্রেস এবং অন্যান্য সাংসদরা এই তথ্য প্রকাশ করার দাবি জানিয়ে আসছে ৷" পাশাপাশি এই জাতিশুমারি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বলেও চিঠিতে সেফ জানান খাড়গে ৷