পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mallikarjun Kharge: কেন শূন্য পদে নিয়োগ করছে না কেন্দ্র? উত্তর বাতলে দিলেন মল্লিকার্জুন - কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

রবিবার কর্ণাটকের চিত্রদূর্গের সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun kharge criticises Modi government) ৷ কর্ণাটকের বিজেপি নেতৃত্বকেও বিঁধেছেন কংগ্রেসের প্রথম দলিত সভাপতি ৷

ETV Bharat
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

By

Published : Jan 8, 2023, 8:39 PM IST

কর্ণাটক, 8 জানুয়ারি: কেন শূন্যপদে নিয়োগ করছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার? কেন্দ্রের উদ্দেশে এই প্রশ্ন করে নিজেই তার উত্তর বাতলে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর মতে, গরিবরা তাঁদের অধিকার পেয়ে গেলে বিজেপিকে কেন্দ্রে ক্ষমতা থেকে সরিয়ে দেবে, তাই চাকরি দেওয়া হচ্ছে না (Mallikarjun kharge criticises Modi government) ৷

রবিবার কর্ণাটকের চিত্রদূর্গে রবিবার এক জনসভায় যোগ দেন কংগ্রেস সভাপতি খাড়গে ৷ সেখানে তিনি বলেন, "30 লক্ষ শূন্য পদে নিয়োগ বাকি কেন্দ্রের ৷ কিন্তু মোদিজি সেইসব পদে কর্মী নিয়োগ করছেন না ৷ কেন? 15 লক্ষ শূন্যপদ তফশিলি জাতি-উপজাতির জন্য সংরক্ষিত ৷ যদি গরিবরা তাঁদের অধিকার পেয়ে যান তাহলে তাঁরা ওদের কেন্দ্র থেকে উৎখাত করে দেবে ৷ এটা বুঝতে পেরেই বর্তমান কেন্দ্রীয় সরকার এই শূন্যপদগুলিতে নিয়োগ করছে না ৷"

আরও পড়ুন: ধামিকে ফোন করে জোশীমঠে ধসে দুর্গতদের খোঁজ নিলেন মোদি, সাহায্যের আশ্বাস

এদিন মল্লিকার্জুন খাড়গে আরও জানান, কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের মানুষ বুদ্ধিমান ৷ দেশ গঠনে এই রাজ্যগুলির ভূমিকা রয়েছে ৷ কিন্তু ধর্ম ও জাতের নামে কর্ণাটককে ধ্বংস করছেন বোম্মাই (কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ) ও বিজেপি ৷ এভাবেই ওরা ভেদাভেদ তৈরি করে, এটাই বিজেপি করে এসেছে ৷

পাশাপাশি, নরেন্দ্র মোদির আমলে দেশে একনায়কতন্ত্র চলছে বলেও এদিন অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun kharge) ৷ তিনি বলেন, "বিজেপি সদস্যরা মোদিকে ভগবান ভাবেন ও ভাগবান বলে ডাকেন ৷ এটা একনায়কতন্ত্র ছাড়া আর কিছু নয় ৷ এটার পরিবর্তন হওয়া দরকার ৷" উল্লেখ্য, কংগ্রেস কর্মসংস্থান ইস্যুকে হাতিয়ার করে বরাবরই আক্রমণ করে থাকে নরেন্দ্র মোদি সরকারকে ৷ বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে ক্ষমতায় এসেও মোদি সরকার তার প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ বিরোধীদের ৷ এদিন সেই বিষয়টি উল্লেখ করে ফের একবার কেন্দ্রকে বিঁধলেন মল্লিকার্জুন খাড়গে ৷

ABOUT THE AUTHOR

...view details