নয়াদিল্লি, 19 অক্টোবর: অনুমান কিছুটা সত্যি করেই দেশের প্রাচীনতম দলটির সভাপতি হলেন অশীতিপর মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে বড় ব্যবধানে হারিয়ে কংগ্রেসের প্রধান পদে বসলেন কর্নাটকের দলিত নেতা (Mallikarjun Kharge wins Congress President Election) ৷
1942 সালের 21 জুলাই ব্রিটিশ শাসনাধীন ভারতে জন্মগ্রহণ করেন মল্লিকার্জুন খাড়গে ৷ তৎকালীন হায়দরাবাদে নিজামের সৈন্যরা খাড়গের মা এবং বোনকে তাঁদের বাড়ির ভিতরেই জীবন্ত পুড়িয়ে দিয়েছিল ৷ মাত্র 7 বছর বয়সে সে দৃশ্য দেখেছিল ছোট্ট খাড়গে ৷ এরপর সে তাঁর বাবার হাত ধরে কর্নাটকের বিদার জেলায় ভালকি তালুকে ভারাভট্টি গ্রাম ছেড়েছিল চিরতরে ৷ সেই শুরু জীবন সংগ্রামের, যা জীবনভর চলেছে দলিত নেতার ৷
আরও পড়ুন:'কংগ্রেসের মল্লিকা বনে...',দলিত-রাজেই আস্থা হাতের
1972 সালে গুরমিতকাল কেন্দ্র থেকে মল্লিকার্জুন খাড়গের রাজনৈতিক জীবনের শুরুয়াত ৷ 2008 পর্যন্ত তিনি এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন এবং সফল নেতৃত্ব দিয়েছেন৷ 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হন 8 বারের বিধায়ক এবং 2 বারের সাংসদ ৷ তবে এই সভাপতি পদে আসীন হতে জীবনের 50টি বছর লেগে গিয়েছে গান্ধি পরিবার তথা সোনিয়া গান্ধির বিশ্বস্ত মল্লিকার্জুন খাড়গের ৷ কর্নাটকে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতলেও খাড়গে বারে বারে মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায় ওয়েটিং লিস্টে থেকে গিয়েছেন ৷
কংগ্রেস সভাপতি নির্বাচনে ভোট পড়েছিল 9385টি । তার মধ্যে মল্লিকার্জুন পেয়েছেন 7891টি ভোট । শশী থারুরের ঝুলিতে গিয়েছে মাত্র 1072টি ভোট ।