পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kharge attacks PM: আমাদের টাকা-সম্পত্তি একজনকে দিয়ে দিচ্ছেন মোদি, আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ খাড়গের - Mallikarjun Kharge at congress plenary session

রবিবার রায়পুরে শেষ হয়েছে কংগ্রেসের 85তম প্লেনারি সেশন ৷ অধিবেশনের শেষ দিনে বক্তৃতা দিতে গিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge at congress plenary session)

ETV Bharat
মল্লিকার্জুন খাড়গে

By

Published : Feb 26, 2023, 7:49 PM IST

রায়পুর, 26 ফেব্রুয়ারি:কংগ্রেসের 85তম প্লেনারি সেশনের শেষদিনে আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ রায়পুরে দলীয় মঞ্চ থেকে রবিবার তিনি বলেন, "কিছু মানুষ এই দেশের সম্পত্তি লুঠ করছেন ৷ মোদিজি আমাদের টাকা ও সম্পত্তি একজন ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন ৷ আদানিকে এত সাহায্য করা হয়েছে যে উনি এখন একটি হাতির মতো বড় হয়ে গিয়েছেন ৷ আর কোনও ব্যবসায়ীকে সরকার এত সাহায্য করেনি ৷"

উল্লেখ্য, গত 24 জানুয়ারি মার্কিন সমীক্ষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপির অভিযোগ করা হয় ৷ এই রিপোর্টকে সামনে রেখেই গৌতম আদানির উত্থান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সখ্যতা নিয়ে সরব হয় কংগ্রেস-সহ বিরোধীরা ৷ মোদির বিরুদ্ধে আদানিকে ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ বিষয়টি নিয়ে সম্প্রতি উত্তাল হয়েছে সংসদ, জাতীয় রাজনীতিতেও এই মুহূর্তে সবথেকে আলোচিত বিষয় আদানি কেলেঙ্কারি ৷ সেই প্রসঙ্গ তুলেই এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে খাড়গে (Congress plenary session) ৷

আরও পড়ুন:মন কি বাতে ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর মুখে

এদিন চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ ইস্যুতেও কেন্দ্রকে বিঁধেছেন খাড়গে (Mallikarjun Kharge attacks PM Modi) ৷ বলেছেন, "প্রতিবেশী চিনের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে ৷ কেন্দ্রের ভুল নীতির ফলে এটা হয়েছে ৷" এবারের প্লেনারি সেশনে কংগ্রেস যে ওয়ার্কিং কমিটিতে (Congress CWC) এসসি, এসটি, মহিলা, যুবকদের জন্য 50 শতাংশ আসন বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছেন তাও জানিয়েছেন কংগ্রেস সভাপতি ৷ আরএসএস ও বিজেপির মতাদর্শের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করা হবে বলেও জানান তিনি ৷ নয়া জাতীয় শিক্ষানীতিকে আরএসএস-এর নীতি বলে কটাক্ষ করেছেন খাড়গে ৷ মনুস্মৃতি পাঠের শিক্ষা দেওয়া হচ্ছে বলেও সরব হন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details