নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: কীভাবে দ্রুত সম্পত্তি বৃদ্ধি হল শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) ? বুধবারও এই প্রশ্ন উঠল সংসদে ৷ এদিন এই প্রশ্ন তোলেন রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ এর জন্য আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বন্ধুত্বই দায়ী, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷
খাড়গে বলেন, "প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ বন্ধুদের একজনের সম্পদ আড়াই বছরে 13 গুণ বেড়েছে । 2014 সালে তা 50 হাজার কোটি টাকা ছিল, যেখানে 2019 সালে তা 1 লক্ষ কোটি টাকা হয়ে গিয়েছে ।’’ এর পরই তিনি প্রশ্ন তোলেন, ‘‘কী জাদু হল যে হঠাৎ দুই বছরে 12 লক্ষ কোটি টাকার সম্পদ এল । এটা কি বন্ধুত্বের অনুগ্রহের কারণে ?"
গত 31 জানুয়ারি শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন (Budget Session 2023) ৷ প্রথমদিন প্রথামাফিক যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ পরদিন 2023-24 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তার পর নিয়ম অনুযায়ী সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা চলছে ৷ বুধবার সেই নিয়েই ভাষণ দেন মল্লিকার্জুন খাড়গে ৷ তখনই তিনি আদানি বিতর্কে প্রধানমন্ত্রী ও বিজেপিকে নিশানা করেন ৷
মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) দাবি, শেয়ারের দরে জালিয়াতি করেছে আদানি গোষ্ঠী (Adani Group) ৷ এই নিয়ে বিরোধীরা সরব হয়েছে ৷ গত কয়েকদিন ধরেই এই ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি (JPC) গঠনের দাবি জানিয়েছে বিরোধীরা ৷ না হলে সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণে তদন্ত করানোর দাবি করেছে তারা ৷ এদিন সংসদের উচ্চকক্ষে সেই প্রসঙ্গও তুলেছেন মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর কথায়, "প্রধানমন্ত্রী নির্ভীক, তাহলে তিনি আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তে ভয় পাবেন কেন ?"