পটনা, 11 মার্চ: "আমরা জরুরি অবস্থার কালো দিন দেখেছি ৷ আমরা ওই লড়াইটা লড়েছি"। তাঁর আত্মীয় থেকে শুরু করে ছেলের বাড়িতে তল্লাশির পর সামাজিক মাধ্যমে এমনই টুইট করলেন প্রবীণ নেতা লালুপ্রসাদ যাদব ৷ আর এবার তিনি পাশে পেলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও ৷ বিহারে নিয়োগ দুর্নীতিতে তাঁর ও স্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের নাম জড়িয়েছে ৷ শুক্রবার আর্থিক নয়ছয়ের অভিযোগে বিহারের বিভিন্ন শহরে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এর মধ্যে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের পরিবারের এক সদস্যদের বাড়িতেও যায় ইডি ৷ বাদ যায়নি তাঁর গর্ভবতী পুত্রবধূর বাড়ি (Mallikarjun Kharge stands by Lalu Prasad Yadav against ED Raids) ৷
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান নিয়ে লালুপ্রসাদ লেখেন,"আজ আমার মেয়েদের থেকে শুরু করে ছোট্ট নাতনি এবং গর্ভবতী পুত্রবধূকে 15 ঘণ্টা ধরে বসিয়ে রেখেছিল ইডি ৷ ভিত্তিহীন মামলা দিয়ে বিজেপি প্রতিশোধ নিচ্ছে ৷ বিজেপি এতটাই নীচে নেমেছে। ওরা আমাদের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ করুক।" এই ঘটনায় সরব হয়েছে মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে লেখেন, "গত 14 ঘণ্টা ধরে মোদিজি বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতে ইডিকে রেখে দিয়েছে ৷ তাঁর সন্তানসম্ভবা স্ত্রী থেকে শুরু করে বোনেদের হয়রান করা হচ্ছে ৷ লালুজির বয়স হয়েছে ৷ তিনি অসুস্থ ৷ এতকিছু সত্ত্বেও মোদি সরকার তাঁর প্রতি কোনও মানবিকতা দেখাচ্ছে না ৷"