মুম্বই, 9 নভেম্বর : আগেই জানিয়েছিলেন, দীপাবলির পর বড় ধামাকা দেবেন ৷ সাংবাদিক সম্মেলন করে সেই ধামাকাই দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ৷ হাতের কাগজকে প্রমাণপত্র দাবি করে জানালেন, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ রয়েছে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের ৷ পাল্টা ফড়নবীসের বিরুদ্ধেও ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুঁশিয়ারি দিলেন নবাব মালিক ৷
আরও পড়ুন :Dilip Ghosh : বিশ্ববঙ্গ সম্মেলনে শিল্পপতিরা এলেও বাংলায় বিনিয়োগ করবে না, কটাক্ষ দিলীপের
সাংবাদিক সম্মেলনে দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ‘‘নবাব মালিক '৯৩ মুম্বাই বোমা বিস্ফোরণ মামলায় দোষী প্রমাণিত হওয়া আন্ডারওয়ার্ল্ডের লোকদের সঙ্গে লেনদেন করেছেন । মামলার আসামিদের কাছ থেকে বাজারদরের চেয়ে কম দামে জমি কিনেছেন । কুর্লায় এলবিএস রোডে গোওয়ালা কমপাউন্ডে তিনি ২.৮০ একরের প্লট কিনেছিলেন । মাত্র 30 লক্ষ টাকায় জমিটি কেনা হয়েছিল ৷ দেওয়া হয়েছিল মাত্র 20 লক্ষ টাকা ৷ এই চুক্তিটি কি টাডা আইনের অধীনে বাজেয়াপ্ত হওয়া থেকে জমি বাঁচানোর জন্য ছিল ?’’
আরও পড়ুন :BJP : বাংলা কি পিছিয়ে থাকবে, জ্বালানি শুল্ক কমানো নিয়ে সুকান্তর নিশানায় মমতা
পাল্টা নবাব মালিক জানিয়ে রাখলেন, দেবেন্দ্র ফড়নবীসকে নিয়ে তিনি আগামীকাল হাইড্রোজেন বোমা ফেলবেন । দেবেন্দ্র ফড়নবীশের আন্ডারওয়ার্ল্ড লিঙ্ক ফাঁস করবেন ৷ দীপাবলির আগেও তিনি অভিযোগ করে বলেছিলেন, রাজ্যে ফড়নবীশের ইশারায় ড্রাগস ব়্যাকেট চলে ৷