আমেদাবাদ, 2 ডিসেম্বর : মাস্ক না পড়ে রাস্তায় বেরোলে কোভিড-19 সেন্টারে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে হবে ৷ গুজরাতে মাস্ক আইন ভাঙলে এমন শাস্তির নিদান দিল আমেদাবাদ হাইকোর্ট ৷ গুজরাত সরকারকে এই বিষয়টি সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি জে বি পারদিওয়ালা ৷ কোভিড-19 সেন্টারে সামাজিক কাজের পাশাপাশি মাস্ক না পড়লে জরিমানার বিষয়টি কার্যকর থাকবে ৷
মাস্ক না পড়লে কোভিড সেন্টারে সামাজিক কাজ, রায় আমেদাবাদ হাইকোর্টের - মাস্ক আইন
ডিভিশন বেঞ্চের তরফে গুজরাট সরকারকে এও নির্দেশ দেওয়া হয়েছে, যে কোভিড-19 সেন্টারে সামাজিক কাজ হবে নন-মেডিকেল এবং দিনে 4 থেকে 6 ঘণ্টা কাজ করতে হবে ৷ কতদিন কোভিড-19 সেন্টারে সামাজিক কাজ করতে হবে? এ নিয়ে আদালত জানিয়েছে, 5 থেকে 15 দিনের সময়সীমার মধ্য়ে কোভিড-19 সেন্টারে সামাজিক কাজের দিন ধার্য করবে রাজ্য় সরকার ৷
ডিভিশন বেঞ্চের তরফে গুজরাট সরকারকে এও নির্দেশ দেওয়া হয়েছে, যে কোভিড-19 সেন্টারে সামাজিক কাজ হবে নন-মেডিকেল এবং দিনে 4 থেকে 6 ঘণ্টা কাজ করতে হবে ৷ কতদিন কোভিড-19 সেন্টারে সামাজিক কাজ করতে হবে ? এ নিয়ে আদালত জানিয়েছে, 5 থেকে 15 দিনের সময়সীমার মধ্য়ে কোভিড-19 সেন্টারে সামাজিক কাজের দিন ধার্ষ করবে রাজ্য় সরকার ৷ হাইকোর্টের এই রায় সংবাদমাধ্য়মের মারফত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে আমেদাবাদ হাইকোর্ট ৷
আদালতের তরফে এই নির্দেশ দেওয়ার সময় বলা হয়, দেখা গেছে পাবলিক প্লেসে সামাজিক দূরত্ববিধি না মানা এবং কোরোনা বিধিগুলি না মেনে চলার কারণে সংক্রমণ খুব বেশি করে ছড়াচ্ছে ৷ আর তাই জন সাধারণকে মাস্ক পড়তে বাধ্য় করতেই এই সিদ্ধান্ত হলে জানিয়েছে আদালত ৷