পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Makar Sankranti 2023: মকর সংক্রান্তি রবিবার, বিশদে জেনে নিন ইতিহাস থেকে নির্ঘণ্ট - History of Makar Sankranti

কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের অধ্যাপক সুভাষ পাণ্ডে জানাচ্ছেন, এ বছর মকর সংক্রান্তির উৎসব 14 জানুয়ারি নয় বরং 15 জানুয়ারি পালিত হবে (Makar Sankranti 2023 will celebrated on 15th January) ৷ জেনে নিন উৎসব নিয়ে বাকি তথ্য ৷

Makar Sankranti 2023
ফাইল ছবি

By

Published : Jan 11, 2023, 10:56 PM IST

Updated : Jan 12, 2023, 10:06 AM IST

এবার মকর সংক্রান্তি পালিত হবে 15 জানুয়ারি

বারাণসী, 11 জানুয়ারি: নতুন বছরের সূচনার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম ৷ প্রত্যেক বছর 14 জানুয়ারি বিশেষত উত্তর ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে ফসল কাটার ঋতুর সূচনা হিসাবে মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় (Makar Sankranti 2023) ৷ 'মকর' শব্দের অর্থ শীতকাল অর্থাৎ, সূর্য যখন তার সর্বনিম্ন অবস্থানে থাকে ৷ তাই মকর সংক্রান্তি সূর্যের উত্তর গোলার্ধে যাত্রা শুরুর সংকেত দেয় ৷ এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে ৷

কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের অধ্যাপক সুভাষ পাণ্ডে যদিও জানাচ্ছেন, এ বছর মকর সংক্রান্তির উৎসব 14 জানুয়ারি নয় বরং 15 জানুয়ারি পালিত হবে (Makar Sankranti 2023 will celebrated on 15th January) ৷ লিপ ইয়ারের কারণেই প্রতি চার বছর অন্তর মকর সংক্রান্তিরও দিন বদল হয়ে 15 জানুয়ারি হয় ৷

মকর সংক্রান্তির ইতিহাস:

এই উৎসব হিন্দুরা সূর্য দেবতাকে উৎসর্গ করে ৷ ইতিহাসবিদরা বলেন, মহাভারত ও পুরাণে মকর সংক্রান্তির উৎসবের উল্লেখ আছে ৷ তা পালন করার জন্য বৈদিক ঋষি বিশ্বামিত্রকে কৃতিত্ব দেওয়া হয় ৷ মহাভারতে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবরা নির্বাসিত থাকাকালীন মকর সংক্রান্তি পালন করেছিলেন ৷

আচার-অনুষ্ঠান:

রীতি মেনে হিন্দু ধর্মাবলম্বীরা এদিন গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা কিংবা কাবেরী নদীতে পবিত্র ডুব দেয় ৷ তারা সূর্য দেবতার পূজা করে সুস্থ এবং সমৃদ্ধ জীবন প্রার্থনা করে ৷ এছাড়া তারা এদিন দুঃস্থদের অর্থ, জামাকাপড়, শস্য প্রদান করে । এই বিশেষদিনে বাতাসে ঘুড়ি ওড়ানো সৌভাগ্য বয়ে আনে বলেও বিশ্বাস ৷

বিশেষ দিনটির বিশেষ পদ:

এই দিনে, পূর্ব এবং উত্তরের কিছু অংশে, পবিত্র স্নানের পরে, লোকেরা কালো বা সাদা তিলের লাড্ডুর সঙ্গে ভিজানো চাল, দই, গুড় বা চিনি সেবন করে ৷ এছাড়া মকর সংক্রান্তিতে খিচুড়ি তৈরির বিশেষ চল রয়েছে ৷

বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে দিনটি:

  • মেষ: কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক লাভের সম্ভাবনা ৷
  • বৃষ: ধর্মীয় কাজে ব্যস্ত থাকবেন, লাভবান হতে পারেন ৷
  • মিথুন: শারীরিক কষ্ট, সময় অনুকূল যাবে না ৷
  • কর্কট: অভিন্ন প্রচেষ্টা সফল হবে ৷
  • সিংহ: চিন্তামগ্ন থাকবেন ৷ অনেক ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিৎ ৷
  • কন্যা: প্রেমঘটিত বিষয় ভালো যাবে, ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম করতে হবে ৷
  • তুলা: ভালো খবর পাবেন ৷ প্রিয়জনের কাছ থেকে সুবিধা পেতে পারেন ৷
  • বৃশ্চিক: যশ এবং সম্মান বাড়বে ৷
  • ধনু: ব্যবসায় লাভবান হবেন ৷
  • মকর: আপনার সব কাজ সম্পন্ন হবে ৷ সর্বত্র আলোচিত হবেন ৷
  • কুম্ভ: অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, অন্যথায় পরিস্থিতি খারাপ হতে পারে।
  • মীন: সংক্রান্তি শুভ ও কল্যাণকর হবে ৷
Last Updated : Jan 12, 2023, 10:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details