পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'নিরাপত্তায় গুরুতর গলদ, তবে 2001 হামলার সঙ্গে তুলনা চলে না !' সংসদে অনুপ্রবেশ নিয়ে মত বিশেষজ্ঞদের - 2001 attack

Experts on intruders entering Parliament: সংসদে অনুপ্রবেশে নিঃসন্দেহে নিরাপত্তায় গুরুতর গলদ ৷ তবে এই ঘটনার সঙ্গে 2001 হামলার তুলনা চলে না ৷ এমনই মত বিশেষজ্ঞদের ৷

Experts on intruders entering Parliament
সংসদ ভবনে অনুপ্রবেশ

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 7:15 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: সংসদ ভবনে অনুপ্রবেশ ও হামলার চেষ্টার ঘটনাকে নিরাপত্তা ব্যবস্থার গুরুতর গলদ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা ৷ এই ঘটনার পর নয়া সংসদ ভবনের নজরদারি ব্যবস্থা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন ৷

বুধবার দু'জন অনুপ্রবেশকারী লোকসভার দর্শকদের গ্যালারি থেকে অধিবেশন কক্ষে লাফ দিয়ে হইচই ফেলে দেন ৷ তাঁদের হাতে ছিল টিয়ার গ্যাসের কন্টেনার ৷ এর জেরে তীব্র আতঙ্ক ছড়ায় সাংসদদের মধ্যে ৷ এত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে তাঁরা ওই কন্টেনার নিয়ে সংসদ ভবনে প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা ৷

র-এর প্রাক্তন আধিকারিক আরকে যাদব ইটিভি ভারতকে বলেন, "এটি একটি নিরাপত্তা লঙ্ঘন । এটি বেশ আশ্চর্যজনক যে কেউ এই জাতীয় ধোঁয়া গ্যাস বহন করে সংসদে প্রবেশ করতে পারে । এটি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে একটি বিরাট ত্রুটি যাঁরা এ ভাবে অসাবধানতার সঙ্গে মানুষকে স্ক্যান করেন ৷"

যাদব অবশ্য বলেছেন, আজকের ঘটনাকে 2001 সালের সংসদ হামলার সঙ্গে তুলনা করা যায় না । তাঁর কথায়, "সংশ্লিষ্ট ব্যক্তিরা যাঁরা এটি করেছেন, তাঁদের একটি রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে বা তাঁরা একটি নির্দিষ্ট বিষয় থেকে সংসদ সদস্যদের মনোযোগ সরাতে চান । এটিকে 2001 সালের হামলার সঙ্গে তুলনা করা যায় না, কারণ সেটি পাকিস্তানের মদতপুষ্ট ছিল ৷"

তিনি আরও বলেন, "যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেটিও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত । গ্যালারি এলাকায় যে কেউ এটি করতে পারে । তাই কেউ এটাও বলতে পারেন যে, ভবিষ্যতেও এ ধরনের কোনও দুর্ঘটনা রোধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত ।"

আরও পড়ুন:

  1. লোকসভায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন অধ্যক্ষ ওম বিড়লা
  2. ‘অনুপ্রবেশকারী’কে পাশ দেওয়া বিজেপি সাংসদের পদ কেন খারিজ হবে না, মহুয়ার প্রসঙ্গ টেনে প্রশ্ন তৃণমূলের
  3. 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই

ABOUT THE AUTHOR

...view details