নয়াদিল্লি, 13 ডিসেম্বর: সংসদ ভবনে অনুপ্রবেশ ও হামলার চেষ্টার ঘটনাকে নিরাপত্তা ব্যবস্থার গুরুতর গলদ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা ৷ এই ঘটনার পর নয়া সংসদ ভবনের নজরদারি ব্যবস্থা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন ৷
বুধবার দু'জন অনুপ্রবেশকারী লোকসভার দর্শকদের গ্যালারি থেকে অধিবেশন কক্ষে লাফ দিয়ে হইচই ফেলে দেন ৷ তাঁদের হাতে ছিল টিয়ার গ্যাসের কন্টেনার ৷ এর জেরে তীব্র আতঙ্ক ছড়ায় সাংসদদের মধ্যে ৷ এত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে তাঁরা ওই কন্টেনার নিয়ে সংসদ ভবনে প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা ৷
র-এর প্রাক্তন আধিকারিক আরকে যাদব ইটিভি ভারতকে বলেন, "এটি একটি নিরাপত্তা লঙ্ঘন । এটি বেশ আশ্চর্যজনক যে কেউ এই জাতীয় ধোঁয়া গ্যাস বহন করে সংসদে প্রবেশ করতে পারে । এটি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে একটি বিরাট ত্রুটি যাঁরা এ ভাবে অসাবধানতার সঙ্গে মানুষকে স্ক্যান করেন ৷"
যাদব অবশ্য বলেছেন, আজকের ঘটনাকে 2001 সালের সংসদ হামলার সঙ্গে তুলনা করা যায় না । তাঁর কথায়, "সংশ্লিষ্ট ব্যক্তিরা যাঁরা এটি করেছেন, তাঁদের একটি রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে বা তাঁরা একটি নির্দিষ্ট বিষয় থেকে সংসদ সদস্যদের মনোযোগ সরাতে চান । এটিকে 2001 সালের হামলার সঙ্গে তুলনা করা যায় না, কারণ সেটি পাকিস্তানের মদতপুষ্ট ছিল ৷"
তিনি আরও বলেন, "যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেটিও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত । গ্যালারি এলাকায় যে কেউ এটি করতে পারে । তাই কেউ এটাও বলতে পারেন যে, ভবিষ্যতেও এ ধরনের কোনও দুর্ঘটনা রোধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত ।"
আরও পড়ুন:
- লোকসভায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন অধ্যক্ষ ওম বিড়লা
- ‘অনুপ্রবেশকারী’কে পাশ দেওয়া বিজেপি সাংসদের পদ কেন খারিজ হবে না, মহুয়ার প্রসঙ্গ টেনে প্রশ্ন তৃণমূলের
- 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই