পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভয়াবহ পথ দুর্ঘটনা! গাড়ি থেকে খাদে পড়ে মৃত চার সরকারি কর্মী - পথ দুর্ঘটনা

Rishikesh Major Road Accident: ঋষিকেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ সোমবারের সন্ধ্যায় এই পথ দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আধিকারিকের ভাই-সহ 4 ফরেস্ট অফিসারের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি আহত হয়েছেন 6 জন ৷ কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্রায়াল গাড়ি থেকে খাদে পড়ে মৃত চার সরকারি কর্মচারী
Rishikesh Major Road Accident

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 9:25 PM IST

Updated : Jan 8, 2024, 9:35 PM IST

ঋষিকেশ, 8 জানুয়ারি: সোমবার সন্ধ্যায় দেরাদুনের ঋষিকেশে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, চিল্লা রেঞ্জের কাছে বন বিভাগের একটি গাড়ি পথ দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায় ৷ তখনই পাশের খাদে পড়ে যান মৃতরা ৷ যার ফলে গাড়িতে থাকা 4 বন দফতরের আধিকারিকদের প্রাণ যায় ৷ আহত হন 6 জন ৷

জানা যায়, উত্তরাখণ্ডের রাজাজি টাইগার রিজার্ভের চিল্লা রেঞ্জে প্রাণীদের উদ্ধারের জন্য আসা একটি নতুন ইন্টারসেপ্টর গাড়ির পরীক্ষা চলছিল ৷ এদিন সন্ধ্যায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে পরে পাশের খালের পাঁচিলে ধাক্কা মারে। এতে গাড়িতে থাকা কয়েকজন ছিটকে বাঁ-পাশের খাদে পড়ে যান। দুর্ঘটনায় রেঞ্জ অফিসার ও ডেপুটি রেঞ্জ অফিসার-সহ চারজন মারা যান। আহত হন 6 জন। বন দফতরের প্রায় দশজন আধিকারিক ও কর্মচারী ওই গাড়িটিতে করে ঋষিকেশের দিকে আসছিলেন ৷

নিহতদের মধ্যে একজন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিক মঙ্গেশ ঘিলদিয়ালের ভাই ৷ মঙ্গেশের ভাই শৈলেশ ঘিলদিয়াল ছাড়াও, প্রমোদ ধিয়ানি, সইফ আলি খান ও কুলরাজ সিং নামে তিন আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে ৷ আহত হয়েছেন গাড়ি চালক হিমাংশু গুসাইন। রাজাজি ন্যাশনাল পার্কের চিকিৎসক রাকেশ নওটিয়ালও আহত হয়েছেন। আহতদের ঋষিকেশের এইমস হাসপাতালে ভরতি করা হয়েছে। নদীতে পড়ে যাওয়া দু'জনের খোঁজ এখনও মেলেনি। বন দফতরের তরফে জানানো হয়েছে, মৃত কুলরাজ সিং ওই গাড়ি প্রস্তুতকারী সংস্থার কর্মচারী। ডুবুরিদের একটি দল নিখোঁজ দুই ব্যক্তিদের তল্লাশি চালাচ্ছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও বনবিভাগের দল ঘটনাস্থলে পৌঁছেছে ৷

আরও পড়ুন:

  1. চার-চাকার সঙ্গে সংঘর্ষে ঝলসে গেল বাস, দগ্ধ হয়ে মৃত্যু স্বামী-স্ত্রী'র
  2. সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত 12, আহত 30
  3. কালিম্পংয়ে 400 ফুট খাদে পড়ল গাড়ি, মৃত সিকিমের 2 বাসিন্দা
Last Updated : Jan 8, 2024, 9:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details