নগাঁও (অসম) 19 ডিসেম্বর: অসমের নগাঁওতে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান (Major eviction drive starts in Nagaon) ৷ জেলা প্রশাসন সোমবার সকাল থেকে এলাকায় ব্যাপকহারে মানুষকে সরানোর কাজ শুরু করেছে ৷ উচ্ছেদ অভিযানের জন্য মধ্য আসামের নগাঁও জেলার বাটাদ্রাবাতে 800-রও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ।
জানা গিয়েছে, নগাঁও জেলা প্রশাসন ভুমুরাগুড়ি গ্রেজিং রিজার্ভ, জামাই বস্তি, রামপুর এবং কদমনি এলাকায় অভিযান চালাচ্ছে ৷ যেখানে 980 বিঘারও বেশি জমি দখল করে বসবাস করা হচ্ছে (Over 800 security personnel deployed ) । এই উচ্ছেদ অভিযানে বেশ কিছু খনন যন্ত্র ব্যবহার করছে জেলা প্রশাসন ।
এর আগে 2 ডিসেম্বর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Chief Minister Himanta Biswa Sarma) গুয়াহাটির জনতা ভবনে (Janata Bhawan) তাঁর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাতরা জমির (Satra Land) সমস্যা পর্যালোচনা ও মূল্যায়ন নিয়ে কমিশনের তরফে একটি অন্তর্বর্তী প্রতিবেদন পান । তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছিল ৷ তাতে আমগুরির বিধায়ক প্রদীপ হাজারিকাকে চেয়ারম্যান (Amguri MLA Pradeep Hazarika as Chairman), বিধায়ক রূপক শর্মা (MLAs Rupak Sarm) এবং মৃণাল সাইকিয়াকে (Mrinal Saikia) সদস্য হিসাবে নিয়োগ করা হয় ৷ অসম মন্ত্রিসভার একটি রেজুলেশন অনুসারে গত বছর গঠিত হয়েছিল ওই কমিশন ।