নয়াদিল্লি, 8 মার্চ: ডিজিটাল মুদ্রা (Digital Currency) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ এবার থেকে ক্রিপটোকারেন্সি (Cryptocurrency) সংক্রান্ত ব্যবসাগুলি আর্থিক তছরূপ সংক্রান্ত আইনের আওতায় আসতে চলেছে ৷ ডিজিটাল সম্পদের (Digital Assets) উপর নজরদারি বৃদ্ধিতে কেন্দ্রের তরফে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
গতকাল, মঙ্গলবার এই নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সেখানে জানানো হয়েছে, সমস্ত ধরনের ক্রিপটো ব্যবসাকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, 2002 (Prevention of Money-laundering Act 2002) এর অধীনে আনা হল ৷ তালিকায় ক্রিপটো বিনিময়, রাখা ও ক্রিপটো ওয়ালেটের ব্যবসার মতো সমস্ত ব্যবসাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷ আর্থিক তছরূপ রুখতে যে আইন, সেই আইনের কোন কোন ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে (Cryptocurrency under money laundering) ৷