পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi Govt Decision on Cryptocurrency: ক্রিপটো সহ সব ডিজিটাল সম্পদকে অর্থ তছরূপ বিরোধী আইনের আওতায় আনল কেন্দ্র

অর্থমন্ত্রকের তরফের বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবার জানানো হয়েছে যে ক্রিপটোকারেন্সি (Cryptocurrency)-সহ সমস্ত ডিজিটাল সম্পদ এবার পিএমএলএ আইনের (PMLA Act) অধীনে আসতে চলেছে ৷

Cryptocurrency
Cryptocurrency

By

Published : Mar 8, 2023, 5:49 PM IST

নয়াদিল্লি, 8 মার্চ: ডিজিটাল মুদ্রা (Digital Currency) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ এবার থেকে ক্রিপটোকারেন্সি (Cryptocurrency) সংক্রান্ত ব্যবসাগুলি আর্থিক তছরূপ সংক্রান্ত আইনের আওতায় আসতে চলেছে ৷ ডিজিটাল সম্পদের (Digital Assets) উপর নজরদারি বৃদ্ধিতে কেন্দ্রের তরফে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

গতকাল, মঙ্গলবার এই নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সেখানে জানানো হয়েছে, সমস্ত ধরনের ক্রিপটো ব্যবসাকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, 2002 (Prevention of Money-laundering Act 2002) এর অধীনে আনা হল ৷ তালিকায় ক্রিপটো বিনিময়, রাখা ও ক্রিপটো ওয়ালেটের ব্যবসার মতো সমস্ত ব্যবসাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷ আর্থিক তছরূপ রুখতে যে আইন, সেই আইনের কোন কোন ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে (Cryptocurrency under money laundering) ৷

ডিজিটাল সম্পদ প্ল্যাটফর্মগুলিতে অ্যান্টি মানি লন্ডারিং মান আরোপ করার যে প্রবণতা বিশ্বজুড়ে শুরু হয়েছে, করার একটি বৈশ্বিক প্রবণতায় যোগ দিয়েছে, নতুন এই বিজ্ঞপ্তির মাধ্যমে, ভারত সেই তালিকায় যুক্ত হল ৷ ব্যাংক ও স্টক ব্রোকারদের মতো নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে যে নিয়ম প্রয়োগ করা হয়, ক্রিপটোতেও এবার সেই নিয়ম প্রয়োগ করা হল (Cryptocurrency Law) ৷ 2022 সালে ভারত ক্রিপটোর উপর কঠোর কর বিধি প্রয়োগ করেছে ৷ যার মধ্যে ক্রিপটো ট্রেডিং-এর উপর শুল্কও রয়েছে ।

কেন্দ্রীয় বাজেট 2023-24 চলাকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman) ঘোষণা করেছিলেন যে ডিজিটাল সম্পদের স্থানান্তর থেকে যে কোনও আয়ের উপর 30 শতাংশ হারে কর দিতে হবে । তিনি উল্লেখ করেছেন যে কেনার খরচ ব্যতীত এই আয়ের গণনা করার সময় ব্যয় বা ভাতার জন্য কোনও ছাড়ের অনুমতি দেওয়া হবে না ।

আরও পড়ুন:ভারত থেকে চিনে পাচার 360 কোটি, তদন্তে সিবিআই, ইডি, আইবি

ABOUT THE AUTHOR

...view details