বস্তার, 2 ডিসেম্বর: খনি ধসে মৃত্যু হল 6 মহিলা-সহ 7 জন গ্রামবাসীর ৷ শুক্রবার ছত্তিশগড়ের বাস্তার জেলার মালগাও গ্রামের ঘটনা ৷ খনির নীচে আরও 15 জন গ্রামবাসী আটকে থাকতে পারেন মনে করা হচ্ছে । জানিয়েছেন পুলিশের মুখ্য আধিকারিক বিকাশ কুমার (Seven dead, several feared trapped in Bastar mine collapse) ৷
খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন নাগারনার পুলিশ আধিকারিকরা ৷ পুলিশের মুখ্য আধিকারিক বিকাশ কুমার বলেন, ‘‘খনিটি চুনাপাথরের (accident in jagdalpur chhui mine ) ৷ স্থানীয় বাসিন্দারা খনিতে নেমে মাটি সংগ্রহ করতে এসেছিলেন ৷ সেই সময়েই হঠাৎ ধস নামে খনিতে ৷ স্থানীয় বাসিন্দারা আটকে পড়েন ৷ গুরুতর আহত অবস্থায় ধসে আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জেসিবির সাহায্যে সবাইকে উদ্ধার করার চেষ্টা চলছে । ঘটনাস্থলে এসডিআরএফ ও জেলা পুলিশ মোতায়েন রয়েছে । গ্রামের সবাই এই খনিতে শ্রমিক হিসেবে কাজ করত ।