লখনউ, 23 অক্টোবর : নিজের রাজনৈতিক বিরোধীদের 'রামদ্রোহী' বলে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ শনিবার বিরোধিদের কটাক্ষ করে তিনি বলেন, "রামদ্রোহীরা শুধুমাত্র মানুষের বিশ্বাসেই আঘাত করেনি, সমাজের বৈচিত্র্য নষ্ট করে উন্নয়নের কাজে বাধা দিয়ে তাদের আমলে রাজ্যকে হিংসার আগুনের দিকে ঠেলে দিয়েছিল ৷"
এখানেই থামেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ এদিন বিজেপির একটি শাখা সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "যাঁরা রামকে পছন্দ করেন না তাঁরা কখনও আপনাদের ভাল চাইতে পারেন না ৷ রামদ্রোহী যারা জঙ্গিদের আড়াল করে, হিংসা বাধায় তাদের থেকে দূরত্ব বাড়ালে আপনাদের বর্তমান ও ভবিষ্যতে ভাল হবে ৷ " উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে যোগীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷