কলকাতা, 6 জুলাই: টুইটারে তৃণমূল কংগ্রেসকে আনফলো করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তবে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলোর তালিকায় রেখেছেন ৷ কিন্তু বাদ গিয়েছে ঘাসফুল ৷ সম্প্রতি 'কালী' তথ্যচিত্রের পোস্টার ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ কালী প্রসঙ্গে তাঁর যে মতামত ব্যক্ত করেছেন, তা নিয়েও দলের মধ্যে নতুন করে বিতর্ক দানা বাঁধে (Mahua Moitra unfollows TMC over Kaali Poster Contoversy) ৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, টিএমসি মা কালীকে নিয়ে দলীয় সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যের সঙ্গে একমত নয় ।
মঙ্গলবার একটি বিবৃতি জারি করে একথা স্পষ্টভাবে জানিয়ে দেয় রাজ্যের শাসক দল । বিবৃতিতে বলা হয়েছে, "তৃণমূল সংসদ যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মত । তৃণমূল কংগ্রেস এই ধরণের বক্তব্যকে সমর্থন করে না । যে কোনও ধর্ম সম্পর্কে এমন কোনও বক্তব্য যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, তা তৃণমূল সমর্থন করে না । বরং তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সমানভাবে সম্মান দেওয়ার পক্ষে । এই ধরনের যেকোনও বক্তব্যের কড়া নিন্দা করছে তৃণমূল ।"
আরও পড়ুন: মা কালীকে নিয়ে মহুয়ার মন্তব্য সমর্থন করে না দল, জানাল তৃণমূল