নয়াদিল্লি, 23 জুলাই: 'ওপেনহাইমার' সিনেমার পোস্টারে লেখা 'মোদেনহাইমার' ৷ এমন একটি পোস্টার টুইট করলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ মহুয়ার দেওয়া পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার কথা বলা আছে ৷ কটাক্ষের সুরে মহুয়া লেখেন, 'মোদেনহাইমার' নামে এই ছবির পরিচালক ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ ৷ সিনমার ট্যাগ লাইন 'দ্য ম্যান বিহাইন্ড মণিপুর'স আনডুয়িং' ৷
সম্প্রতি বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের জীবনী নিয়ে একটি সিনেমা মুক্তি পেয়েছে ৷ পরিচালক খ্রিস্টোফার নোলান ৷ সেই ছবির পোস্টারটিকে নকল করে বিজ্ঞানীর জায়গায় প্রধানমন্ত্রী মোদির ছবি দিয়েছেন লোকসভার এই সাংসদ ৷ পোস্টের উপরে লেখা এই সিনেমাটি এখন সর্বত্র চলছে ৷ উল্লেখ্য, বিশ্বের প্রথম ও দ্বিতীয় পরমাণু বোমা তৈরির প্রজেক্টের প্রধান ছিলেন বিজ্ঞানী ওপেনহাইমার ৷ আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটানে অত্যন্ত গোপনে এই পরমাণু বোমা তৈরির কাজ চলছিল ৷ সারা দুনিয়ার কাছ থেকে বিষয়টি লুকিয়ে রেখেছিল আমেরিকা ৷
আরও পড়ুন: 'মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য', বাদল অধিবেশনের আগে বার্তা মোদির
1945 সালের 6 অগস্ট ও 9 অগস্ট আমেরিকা 'লিটল বয়' ও 'ফ্যাট ম্যান' নামে দু'টি পরমাণু বোমা নিক্ষেপ করে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে ৷ এই ঘটনা আজও মনে রেখেছে বিশ্ব ৷ এই পরমাণু বোমা দু'টি তৈরির কাজে প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহাইমার ৷ তিনি 'ফাদার অফ অ্যাটমিক বম্ব' নামেই পরিচিত ৷ কয়েকটি সূত্র ঐতিহাসিকভাবে দাবি করে এসেছে, এই পরমাণু বোমা নিক্ষেপের পর হিরোশিমা ও নাগাসাকিতে যে ধ্বংসলীলা হয়েছিল তাতে তীব্র অনুশোচনা প্রকাশ করেছিলেন বিজ্ঞানী ওপেনহাইমার এবং তাঁর দল ৷ বহু ঐতিহাসিকদের দাবি, পরমাণু বোমাটি যে ধ্বংসের কাজে ব্যবহৃত হবে, তা জানা ছিল না প্রজেক্টের বিজ্ঞানীদের ৷ এই মতের সঙ্গে অবশ্য সহমত নন অনেকেই । তাই হিরোশিমা ও নাগাসাকি শহরে কোটি কোটি জীবনহানির জন্য বিজ্ঞানী ওপেনহাইমারকে দায়ী করেন বহু মানুষ ৷