নয়াদিল্লি, 30 এপ্রিল: আজ মন কি বাতের 100 তম পর্ব ৷ এই ঐতিহাসিক পর্বটি নিউ ইয়র্কে অবস্থিত রাষ্ট্রপুঞ্জের সদরদফতরেও শোনানো হবে ৷ তার আগে এ নিয়ে প্রধানমন্ত্রীকে টুইট করে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ আজকের এই বিশেষ পর্বে কয়েকটি বিষয় নিয়ে বলার জন্য মোদিকে আবেদন জানান কৃষ্ণনগরের সাংসদ ৷ তার মধ্যে রয়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হওয়া তদন্তের প্রসঙ্গও ৷
মহুয়া টুইটারে লেখেন, "সম্মানীয় মোদিজি, আজ মন কি বাত-এর 100তম পর্ব ৷ অনুষ্ঠানটি রাষ্ট্রপুঞ্জের সদরদফতরেও সম্প্রচারিত হবে বলে শুনেছি ৷ অনুষ্ঠানে আপনি কি আমাদের বলবেন- 1. ভারতীয় মহিলারা অ্যাথলিট কেন প্রভাবশালী বিজেপি নেতার শিকার হচ্ছেন ? 2. সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যে সেবি কেন আদানির বিরুদ্ধে হওয়া তদন্ত শেষ করতে পারল না ?"
প্রসঙ্গত, 24 জানুয়ারি হিন্ডেবার্গ নামে একটি সংস্থা আদানি গোষ্ঠীর আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে ৷ তারপর থেকে আদানির সম্পত্তি নিয়ে উত্তাল দেশ ৷ আদানি ইস্যুতে 2 মার্চ সুপ্রিম কোর্ট একটি 6 সদস্যের তদন্তকারী কমিটি গঠন করে ৷ পাশাপাশি সেবিকেও নির্দেশ দেয়, শেয়ারের দাম নিয়ে আদানিরা কোনও রকম জালিয়াতি করেছেন কি না তা খতিয়ে দেখতে ৷ দু'মাসের মধ্য়ে এই তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ কিন্তু সিকিওরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সর্বোচ্চ আদালতের দেওয়া সময়ের মধ্যে শিল্পপতি গৌতম আদানির শেয়ার সংক্রান্ত প্রতারণার তদন্ত শেষ করতে পারেনি ৷ আদানি গ্রুপের শেয়ারের দামে কোনও কারচুপি হয়েছে কি না খতিয়ে দেখতে সেবি আদালতের কাছে আরও 6 মাস সময় চেয়েছে সংস্থা ৷
মহুয়া মৈত্র এ নিয়েও একটি টুইট করেন লেখেন, "এটা একটা পরিহাস" ! তিনি আরও জানান, 2021 সালের অক্টোবর থেকে তারা এর তদন্ত করে যাচ্ছে ৷ সে বছর জুলাই মাসেই সাংসদের প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছিল দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা ৷ তাঁর অভিযোগ, সেবি তাদের প্রিয় শিল্পপতিকে বাঁচাতেই 6 মাস সময় চাইছে ৷ উল্লেখ্য, 2019 সালে প্রথমবার লোকসভায় আদানির সম্পত্তি নিয়ে সরব হয়েছিলেন মহুয়া মৈত্র ৷ এক অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও ৷ তিনিও টুইট করে লেখেন, আশা করছি সেবির এই অনুরোধ দুর্নীতিকে চাপা দেওয়ার প্রচেষ্টা নয় ৷
আরও পড়ুন: আদানি ইস্যুতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, দু’মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ