নয়াদিল্লি ও ইম্ফল, 30 সেপ্টেম্বর: "নীরব সম্রাটের তিলক থেকে মণিপুরের রক্তের গন্ধ বেরচ্ছে", সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একথাই লিখলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ গত কয়েকমাস ধরে অশান্ত মণিপুর এখনও উত্তপ্ত ৷ এমনই আবহে চলতি সপ্তাহের প্রথম দিনে সামাজিক মাধ্যমে দুই পড়ুয়ার মৃতদেহের ছবি ভাইরাল হয় ৷ তারা মেইতেই সম্প্রদায়ের ৷
জুলাই মাস থেকে তারা নিখোঁজ ছিল ৷ এই দুই পড়ুয়ার মধ্যে একজন নাবালিকা ৷ দুষ্কৃতীরা নৃশংস ভাবে তাদের হত্যা করেছে ৷ ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একজনের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে ৷ এই ঘটনার পর থেকে বিক্ষোভে নেমেছে উত্তর-পূর্বের এই রাজ্যটির পড়ুয়ারা ৷
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি ৷ এনিয়ে সামাজিক মাধ্যমে সরব হলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি লেখেন, "মণিপুর এখনও জ্বলছে ৷ আর নীরব সম্রাটের তিলক থেকে মণিপুরের রক্তের গন্ধ বেরচ্ছে ৷ ভারত জেগে ওঠে ৷ এরা আমাদের ভাই- বোন ৷"
এর সঙ্গে মহুয়া একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে কয়েকজন তরুণ-তরুণীর হাতে একটি পোস্টার ধরা রয়েছে ৷ সেই পোস্টারে লেখা 'ভারত উজ্জ্বল হচ্ছে ৷ আর মণিপুর জ্বলছে' ৷