কলকাতা, 27 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চাঁদ এবং শিল্পপতি গৌতম আদানিকে একসূত্রে গাঁথলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ আদানি চাঁদে গিয়ে ব়িয়্যাল এস্টেটের ব্যবসা করবেন ৷ শুধু তাই নয়, চাঁদের মাটিতে পৃথিবীর দিকে মুখ করা ফ্ল্যাটও তৈরি করবেন মোদি-ঘনিষ্ঠ বলে পরিচিত এই শিল্পপতি ৷ সামাজিক মাধ্যমে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানিকে কটাক্ষ করলেন মহুয়া ৷
মিশন চন্দ্রযান-3 সফল হয়েছে ৷ এনিয়ে উচ্ছ্বসিত দেশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও খুশির বাঁধ ভেঙেছে ৷ শনিবার সকালে গ্রিস থেকে সোজা বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করেন তিনি ৷ বিমানবন্দরের বাইরে অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা দেন ৷ এরপর শহরের রাস্তায় মেগা রোডশো করে ইসরোয় পৌঁছন ৷
সেখানে চন্দ্রযান-3-এর চাঁদের মাটিতে সফল অবতরণের জন্য বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান ৷ 40 মিনিটেরও বেশি সময় ধরে দীর্ঘ ভাষণ দেন ৷ তখন আবেগী হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী ৷ এমনকী বিজ্ঞানীদের স্যালুটও জানিয়েছেন তিনি ৷ সেসময় তাঁর চোখ জলে ভিজে গিয়েছিল ৷ গলাও ধরে এসেছিল ৷ সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে ৷ চাঁদের মাটিতে যে জায়গায় চন্দ্রযান-3-এর অবতরণ করেছে, প্রধানমন্ত্রী তার নাম রাখেন শিবশক্তি পয়েন্ট ৷ পাশাপাশি চন্দ্রযান-2 যেখানে নেমেছিল সেই জায়গাটির নাম রাখেন তেরঙা ৷ এ নিয়ে সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায় ৷