পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra: 'টেন্ডার ছাড়াই চাঁদে ফ্ল্যাট তৈরি করবেন আদানি', এক তিরে মোদি-গৌতমকে কটাক্ষ মহুয়ার - টেন্ডার ছাড়াই চাঁদে ফ্ল্যাট বানাবেন আদানি

গৌতম আদানির প্রসঙ্গে বরাবরই সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ রবিবার সকালে তিনি টুইটারে লিখলেন, এবার চাঁদে ব়িয়্যাল এস্টেট ব্যবসা শুরু করবেন এই শিল্পপতি ৷ তার জন্য টেন্ডারও লাগবে না তাঁর ৷

ETV Bharat
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইট করলেন মহুয়া মৈত্র

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 10:36 AM IST

কলকাতা, 27 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চাঁদ এবং শিল্পপতি গৌতম আদানিকে একসূত্রে গাঁথলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ আদানি চাঁদে গিয়ে ব়িয়্যাল এস্টেটের ব্যবসা করবেন ৷ শুধু তাই নয়, চাঁদের মাটিতে পৃথিবীর দিকে মুখ করা ফ্ল্যাটও তৈরি করবেন মোদি-ঘনিষ্ঠ বলে পরিচিত এই শিল্পপতি ৷ সামাজিক মাধ্যমে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানিকে কটাক্ষ করলেন মহুয়া ৷

মিশন চন্দ্রযান-3 সফল হয়েছে ৷ এনিয়ে উচ্ছ্বসিত দেশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও খুশির বাঁধ ভেঙেছে ৷ শনিবার সকালে গ্রিস থেকে সোজা বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করেন তিনি ৷ বিমানবন্দরের বাইরে অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা দেন ৷ এরপর শহরের রাস্তায় মেগা রোডশো করে ইসরোয় পৌঁছন ৷

সেখানে চন্দ্রযান-3-এর চাঁদের মাটিতে সফল অবতরণের জন্য বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান ৷ 40 মিনিটেরও বেশি সময় ধরে দীর্ঘ ভাষণ দেন ৷ তখন আবেগী হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী ৷ এমনকী বিজ্ঞানীদের স্যালুটও জানিয়েছেন তিনি ৷ সেসময় তাঁর চোখ জলে ভিজে গিয়েছিল ৷ গলাও ধরে এসেছিল ৷ সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে ৷ চাঁদের মাটিতে যে জায়গায় চন্দ্রযান-3-এর অবতরণ করেছে, প্রধানমন্ত্রী তার নাম রাখেন শিবশক্তি পয়েন্ট ৷ পাশাপাশি চন্দ্রযান-2 যেখানে নেমেছিল সেই জায়গাটির নাম রাখেন তেরঙা ৷ এ নিয়ে সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায় ৷

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যেন সেই ঝড়কেই খানিক উসকে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ তিনি সামাজিক মাধ্যমে লেখেন, "মোদিজি চাঁদের দু'টি অংশের নাম রেখেছেন-তেরঙা এবং শিবশক্তি ৷ আদানি এবার ব়িয়্যাল এস্টেট সেক্টরে প্রবেশ করবেন ৷ কোনও টেন্ডার ছাড়াই তিনি এক্লুসিভ স্বত্ত্ব পাবেন ৷ চাঁদে পৃথিবীর দিকে মুখ করা ফ্ল্যাট তৈরি করবেন ৷"

আরও পড়ুন: চব্বিশের প্রচারে ইসরো এখন বিজেপির নির্বাচনী-অস্ত্র, মোদির দলকে নিশানা মহুয়ার

এবছরের জানুয়ারি মাসের শেষ দিকে হিন্ডেনবার্গ সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করে ৷ তাতে গৌতম আদানির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে ৷ এদিকে এই শিল্পপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলেই সমাজের বিভিন্ন মহলে সুপরিচিত ৷ 2019 সালে মহুয়া মৈত্র লোকসভার অধিবেশন চলাকালীন গৌতম আদানিকে নিয়ে সরব হয়েছিলেন ৷ এরপর হিন্ডেনবার্গ রিপোর্টে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ এরপর থেকে তৃণমূল সাংসদও প্রায় প্রতিদিনই গৌতম আদানির আর্থিক জালিয়াতি নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন তথ্য পোস্ট করেন ৷ এবার চন্দ্রাভিযানকে হাতিয়ার করে আক্রমণ শানালেন সাংসদ।

ABOUT THE AUTHOR

...view details