নয়াদিল্লি, 22 জানুয়ারি: বিবিসির তথ্যচিত্র (BBC Documentary) 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন' (India: The Modi Question)-এর সমস্ত ইউটিউব লিংক এবং এই সংক্রান্ত যাবতীয় টুইট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে ৷ কেন্দ্রের এই পদক্ষেপের জন্য ফের একবার মোদি সরকারের সমালোচনায় সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra tweets BBC Documentary) ৷ বিষয়টি নিয়ে এদিন টুইটারেই সরব হয়েছেন তিনি ৷ সেইসঙ্গে, বিতর্কিত তথ্যচিত্রটির আর্কাইভ লিংকও শেয়ার করেছেন মহুয়া ৷ সঙ্গে লিখেছেন, "দুঃখিত, সেন্সরশিপ গ্রহণ করব বলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হইনি ৷"
সংশ্লিষ্ট তথ্যচিত্রটি ভারতে ব্লক করার সিদ্ধান্ত নেওয়ার জন্য শনিবারই কেন্দ্রের কঠোর সমালোচনা করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ ৷ শনিবার টুইটে তিনি লিখেছিলেন, "ভারতে যাতে একজনও বিবিসির একটি সাধারণ অনুষ্ঠান দেখতে না-পায়, তার জন্য যুদ্ধকালীন তৎপরতা দেখাচ্ছ কেন্দ্র ৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সম্রাট এবং দরবারিরা যে এতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা দেখে লজ্জা হচ্ছে ৷"
আরও পড়ুন:সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ! মানবাধিকার সংগঠনের রিপোর্ট নিয়ে মোদি-সরকারকে কটাক্ষ মহুয়ার