পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra: টেলিকম বিলে আত্মার সঙ্গে স্পেকট্রামের তুলনা, কেন্দ্রকে কটাক্ষ মহুয়ার - সাংসদ মহুয়া মৈত্র

টেলিকম বিলের (Telecom Bill) একটি অংশ তুলে ধরে কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ বৃহস্পতিবার তিনি এই নিয়ে একাধিক টুইট করেছেন ৷

Mahua Moitra takes potshots at Centre yet again
Mahua Moitra: টেলিকম বিলে আত্মার সঙ্গে স্পেকট্রামের তুলনা, কেন্দ্রকে কটাক্ষ মহুয়ার

By

Published : Sep 22, 2022, 4:08 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : টেলিকম বিল (Telecom Bill) নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ টেলিকম বিলের একটি অংশ তুলে ধরে তিনি জানিয়েছেন, টেলিকমিউনিকেশন বিভাগের (Department of Telecommunication) তরফে স্পেকট্রামকে আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে ৷

বৃহস্পতিবার এই নিয়ে দু’টি টুইট করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ সেখানে একটি ছবি পোস্ট করেছেন তিনি ৷ ছবিতে থাকা লেখাটিকে তিনি টুইটে সংযুক্ত করেছেন ৷ ওই লেখা অনুযায়ী, ভগবত গীতায় (Bhagavad Gita) আত্মাকে অমর বলে বর্ণনা করা হয়েছে৷ তা সর্বব্যাপী ৷ কিন্তু এর কোনও শারীরিক অস্তিত্ব নেই ৷ স্পেকট্রামও (Spectrum) ঠিক একই রকম ৷

টুইটে মহুয়া মৈত্র কটাক্ষ, ‘‘এটা কোনও আধ্যাত্মিক লেখা নয় ৷ টেলিকমিউনিকেশন বিভাগের ওয়েবসাইটে দেওয়া টেলিকম বিলের পাঁচ নম্বর পাতায় থাকা একটি ব্য়াখ্যামূলক বিবরণ ৷’’

পরবর্তী টুইটে আবার মহুয়া লিখেছেন, টেলিকমিউনিকেশন বিভাগের আধিকারিকরা সংসদের এই সংক্রান্ত স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করতে বললে তিনি নিয়ে তাঁর কাছে থাকা গীতা সঙ্গে করে নিয়ে যাবেন ৷ ওই টুইটে তিনি কংগ্রেসের দুই সাংসদ শশী থারুর (Sashi Tharoor) ও কার্তি চিদম্বরম এবং এক ডিএমকে সাংসদকে ট্যাগও করেছেন ৷

আরও পড়ুন :স্বমহিমায় মহুয়া, এবার 'কর্তব্য' নিয়ে বিজেপি'কে খোঁচা তৃণমূল সাংসদের

ABOUT THE AUTHOR

...view details