নয়াদিল্লি, 26 অক্টোবর: গুরমিত রাম রহিম । ডেরা'র প্রধানের আসল চেহারা সামনে আসায় শিউরে উঠেছিল সারা দেশ । 2017 সালে তাকে 20 বছর কারাদণ্ডের সাজা শোনায় আদালত । সম্প্রতি 40 দিনের প্যারোলে মুক্তি পেয়েছে স্বঘোষিত 'বাবা' । তারমধ্যেই ইউটিউবে প্রকাশ পেয়েছে তার একটি নতুন গান, নাম 'শাদি নিট দিওয়ালি' । ভিউয়ের সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক । যা দেখে এবার কেন্দ্রীয় সরকারের কাছে প্যারোল সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra slams Gurmeet Ram Rahim Singh) ।
ওই ভিডিয়ো দেখে মহুয়া টুইটে লেখেন, "প্যারোলে মুক্তি পেয়েও ইউটিউবে গান প্রকাশ করছে বাবা 'রেপ' রহিম । আমাদের প্যারোল সংক্রান্ত আইন ব্রিটেন বা আমেরিকার মতো নয় । ভারতীয় প্যারোল আইনে বেশ কিছু গলদ রয়েছে । প্যারোল শুধুমাত্র বাছাই এবং পছন্দের ভিত্তিতে পক্ষপাতদুষ্ট রাজ্য সরকারী কর্মকর্তাদের উপর ছেড়ে দেওয়া যাবে না । আইন পরিবর্তনের সময় এসেছে ।”