নয়াদিল্লি, 3 নভেম্বর: তাঁর 'মৌখিক বস্ত্রহরণ' হয়েছে বলে আগেই সরব হয়েছিলেন। এবার সেই অভিযোগকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নির্ভয়াকাণ্ডের সময় কবি পুষ্যমিত্র উপাধ্যায়ের লেখা একটি কবিতাকে হাতিয়ার করে নিজের পরিস্থিতির সঙ্গে দ্রৌপদীর তুলনা করলেন কৃষ্ণনগরের সাংসদ। এক্স হ্যান্ডেলে হিন্দি ভাষায় পোস্ট করা এই কবিতার একদম শেষে লেখা- "ভগবান কৃষ্ণ তোমাকে রক্ষা করতে আসবেন না। তাই দ্রৌপদী তুমি নিজের হাতে অস্ত্র তুলে নাও।"
2012 সালে হওয়া দিল্লির নির্ভয়াকাণ্ডের প্রভাব পড়েছিল গোটা দেশে। ঘৃণ্য অপরাধ করলে নাবালকদের সাজা দেওয়া সংক্রান্ত আইনে পরিবর্তন এসেছিল এই ঘটনার পর। এছাড়া গত দশ বছরেরও বেশি সময়ে নির্যাতিতাদের প্রতিবাদে সরব হতে অনুপ্রেরণা দিয়েছে এই ঘটনা। সেই সময় কলম ধরেন কবি পুষ্যমিত্র উপাধ্যায়। তাঁর লেখা এই কবিতা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। এবার আবারও সেই প্রসঙ্গ উঠল।
নির্যাতনের বিরুদ্ধে নারীদের নিজেদেরই মুখর হতে হবে এমন বার্তা দিতে গিয়ে বিচার ব্যবস্থাকে দুঃশাসনের সঙ্গে তুলনা করেন কবি। পাশাপাশি প্রশ্ন তোলেন সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা নিয়েও। একইসঙ্গে কবির প্রশ্ন ছিল, যাদের নিজেদেরই লজ্জা নেই তারা কীভাবে নারীদের সম্মান রক্ষা করবে? আর তাই কবি মনে করেন ভগবান কৃষ্ণের আশায় বসে না থেকে নারীদের নিজেদেরই প্রতিবাদ করতে হবে। একালের দ্রৌপদীদের নিজের হাতে অস্ত্র তুলে নিয়েই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এবার এই কবিতার কয়েকটি লাইন লিখে আক্রমণ শানালেন মহুয়া।
আরও পড়ুন:এথিক্স কমিটির কাছে ঘুষ নেওয়ার অভিযোগ খারিজ করে জয়ের বিরুদ্ধেই দায় চাপালেন মহুয়া !