নয়াদিল্লি, 28 মার্চ: রাহুল গান্ধিকে আক্রমণ করতে গিয়ে মঙ্গলবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল ৷ তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ এদিন টুইট করে বিজেপি'কে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ (BJP MP comments on Gandhi Family) ৷
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সঞ্জয় জয়সওয়াল নামে ওই বিজেপি সাংসদ জানিয়েছেন, বিদেশী মহিলার কোনও সন্তান কখনও দেশপ্রেমী হতে পারে না ৷ রাহুল গান্ধিকে আক্রমণ করতেই সোনিয়া গান্ধির বিদেশী পরিচয় তুলে এহেন কুরুচিকর আক্রমণ ওই গেরুয়া শিবিরের ওই সাংসদ করেছেন বলে অভিযোগ ৷ ওই বিজেপি সাংসদের আরও দাবি, 2 হাজার বছর আগে চাণক্য নাকি একথা বলে গিয়েছেন ৷
বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ৷ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মহুয়া মৈত্র (Mahua Moitra attacks BJP) ৷ টুইটে এদিন তিনি লেখেন, "বিজেপি সাংসদ বলছেন, একজন বিদেশী মহিলার সন্তান কখনও দেশপ্রেমী হতে পারে না ৷ এই ধরণের মন্তব্য অসুস্থ ও বিকৃত মানসিকতার প্রকাশ ৷ বিজেপি এই ধরণের চিন্তাধারাকে প্রশ্রয় দিচ্ছে ৷ আমি রাহুল গান্ধিকে সমর্থন করছি না, আমি এক্ষেত্রে শালীনতা রক্ষার চেষ্টা করছি ৷"
উল্লেখ্য, মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য 23 মার্চ সুরাতের এক আদালত দোষী সাব্যস্ত করে রাহুল গান্ধিকে ৷ 2 বছরের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয় ৷ এরপর জনপ্রতিনিধিত্ব আইন মেনে রাহুলের লোকসভার সাংসদ পদও বাতিল করে দেন স্পিকার ওম বিড়লা ৷ এর বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা ৷ রাহুল নিজে বলেছেন, তিনি সংসদে আদানির সঙ্গে প্রধানমন্ত্রী ও বিজেপি'র সম্পর্ক নিয়ে সরব হওয়ায় এবং প্রশ্ন তোলায় তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হল ৷ বিজেপি'র পালটা দাবি লন্ডনে গিয়ে দেশ বিরোধী কথা বলে এসেছেন রাহুল গান্ধি ৷ তাই তাঁকে ক্ষমা চাইতে হবে ৷
আরও পড়ুন:রাহুল ইস্যুতে তৃতীয় দিনও অব্যাহত কংগ্রেসের বিক্ষোভ, মশাল মার্চের পরিকল্পনা