পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra Tweets: 'জি-20 লোগোতে পদ্মফুল দিলেই 5 বছর শাসন নিশ্চিত নয়', বিজেপিকে কটাক্ষ মহুয়ার

জি-20-র লোগোতে পদ্মফুলকে প্রতীক হিসেবে ব্যবহার করা নিয়ে এর আগেও বিতর্কের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার ৷ এরইমধ্যে গতকাল রাজধানীতে মুখ্যমন্ত্রীদের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী (Mahua Moitra tweets over G20 Presidency Symbol) ৷ এবার এনিয়ে বিজেপিকে একহাত নিলেন মহুয়া ৷

Mahua Moitra
ETV Bharat

By

Published : Dec 6, 2022, 9:11 AM IST

Updated : Dec 6, 2022, 11:25 AM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর: সামনের বছর জি-20 সম্মেলনে ভারত সভাপতিত্ব করবে ৷ তার লোগো নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে কটাক্ষ করে 'পদ্মফুল' বিতর্ক উসকে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার সকালে একটি টুইট করেন, "কেউ তো বিজেপিকে বোঝাক, জি-20 সম্মেলনের সভাপতিত্ব একটি যুক্তিনির্ভর প্রক্রিয়া ৷ এতে পদ্মফুল প্রতীক হিসেবে ব্যবহার করলেই 5 বছরের সভাপতিত্ব নিশ্চিত হবে না ৷" উল্লেখ্য, 1 ডিসেম্বর এই সভাপতিত্বের প্রাক-প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে ৷ গতকাল রাজধানীতে সর্বদলীয় এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদি ৷ তাতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (TMC MP Mahua Moitra slams BJP Government over lotus symbol in G-20 Logo ) ৷

সোমবার দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জি-20 লোগোতে পদ্মফুল নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান ৷ তিনি বলেন, "দেশের সম্মানের বিষয় ৷ তাই এ নিয়ে রাজনীতি করতে চাই না ৷ তবে এমনটা না হলেই ভালো হত ৷ যদিও পদ্ম আমাদের জাতীয় ফুল ৷ আগে জাতীয় পশু ছিল বাঘ, এখন সিংহ হয়েছে ৷ জাতীয় পাখি ময়ূর ৷ ন্যাশনাল এমব্লেমও আছে- সেগুলিও ব্যবহার করা যেত ৷" তবে তিনি মনে করিয়ে দেন, পদ্ম জাতীয় ফুল হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন তা বিজেপিকে তাদের প্রতীক হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে ৷ পাশাপাশি তিনি এও জানান যে, জি-20 সম্মেলনে 20টি দেশ অন্তর্ভুক্ত ৷ তিনি বলেন, "একে ইস্যু করতে চাই না ৷ কিন্তু এটাকে নন-ইস্যু ভাবলেও ভুল হবে ৷" তৃণমূল সুপ্রিমো আরও জানান, শুধুমাত্র সাংবাদিকরা প্রশ্ন করছেন বলেই তিনি 'পদ্ম' বিতর্কে তাঁর মতামত জানালেন ৷ নতুবা এ নিয়ে কিছু বলতেন না ৷

আরও পড়ুন: জি20 সম্মেলনের লোগোয় পদ্মের ব্যবহার না হলেই ভালো হত, মন্তব্য মমতার

এর আগে কংগ্রেসও এর তীব্র সমালোচনা করে ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করেন, "70 বছর আগে নেহরু ( স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু) কংগ্রেসের দলীয় পতাকাকে দেশের পতাকা করার প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন ৷ এখন, বিজেপির নির্বাচনী প্রতীক জি-20-র সভাপতিত্বের সরকারি লোগো হয়ে গিয়েছে ৷ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক । মোদি এবং বিজেপি নির্লজ্জ! তাঁরা নিজেদের প্রচারের কোনও সুযোগই হাতছাড়া করতে রাজি নয় ।"

Last Updated : Dec 6, 2022, 11:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details