কলকাতা, 31 অক্টোবর:ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় 2 নভেম্বর লোকসভার এথিক্স কমিটির সামনে তিনি হাজিরা দেবেন ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওইদিন সকাল 11টায় এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন মহুয়া ৷ এর আগে 31 অক্টোবর তাঁকে তলব করেছিল এথিক্স কমিটি ৷ কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় এদিন তিনি হাজিরা দিতে পারেননি ৷ পরিবর্তে তাঁকে 2 নভেম্বর তলব করা হয় ৷
অন্যদিকে, মহুয়া মৈত্রের অনা ফোইফোন হ্যাকিংয়ের অভিযোগকে কেন্দ্র করে এদিন উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি ৷ এই প্রসঙ্গে রাজধর্ম পালনের কর্তব্যের কথা মনে করিয়ে দিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিচ্ছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার সোশাল মিডিয়া এক্সে এক বার্তায় মহুয়া জানিয়েছেন, বিরোধী সাংসদদের সুরক্ষা দেওয়ার কর্তব্যের কথা তিনি স্পিকারকে স্মরণ করিয়ে দিতে চান ৷ ফোন হ্যাকিংয়ের ঘটনায় লোকসভার প্রিভিলেজ কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের তলব করুক এমন দাবিও করেছেন মহুয়া ৷