পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra on Speech Controversy: "আপেলকে আপেলই বলব, অন্য কিছু নয় !" মন্তব্য বিতর্কে জবাব মহুয়ার - অসংসদীয় মন্তব্য

তাঁর বিরুদ্ধে অসংসদীয় ভাষা প্রয়োগের অভিযোগ উঠলেও নিজের মন্তব্যে অনড় রইলেন মহুয়া মৈত্র (Mahua Moitra on Speech Controversy) ৷ এই ইস্যুতে ঠিক কী বললেন তিনি ?

Mahua Moitra says she will Called An Apple is An Apple over a controversy regarding her Speech
ফাইল ছবি

By

Published : Feb 8, 2023, 2:25 PM IST

মহুয়ার কড়া জবাব

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: "আমি আপেলকে আপেলই বলব ৷ অন্য কিছু নয় ৷" তাঁর বিরুদ্ধে অসংসদীয় মন্তব্য করার যে অভিযোগ উঠেছে এবং তা ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তারই প্রেক্ষিতে বুধবার সংসদের বাইরে দাঁড়িয়ে একথা বললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra on Speech Controversy) ৷

ঘটনার সূত্রপাত:

আদানি গোষ্ঠীকে নিয়ে ইতিমধ্যেই সংসদের অন্দরে বিতর্ক চরমে উঠেছে ৷ আদানি গোষ্ঠীর ধূমকেতু গতিতে বাড়বাড়ন্তের জন্য সটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ একইভাবে এ নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়াও ৷ মঙ্গলবার এ নিয়ে সংসদে নিজের বক্তব্য পেশ করেন তিনি ৷ মহুয়ার অভিযোগ, সেই সময় তাঁকে লাগাতার বিরক্ত করা হচ্ছিল ৷ এবং তাঁকে 'ইচ্ছাকৃতভাবে' বক্তব্য পেশ করতে বাধা দেওয়া হচ্ছিল ! সূত্রের দাবি, এমন বাধার মুখে মেজাজ হারান মহুয়া এবং পরবর্তী সময় এ নিয়ে বিজেপি সাংসদ রমেশ বিধুরির (BJP MP Ramesh Bidhuri) সঙ্গে কার্যত ঝগড়া শুরু হয় তাঁর ! অভিযোগ, সেই মুহূর্তে মহুয়া নাকি এমন কিছু মন্তব্য করেন, যা সংসদে উচ্চারণের অযোগ্য ! তাঁর বক্তব্যের ওই অংশটুকু রেকর্ড থেকে বাদ দেওয়া হয় ৷ আর তারপরই এ নিয়ে শুরু হয় বিতর্ক ৷ মহুয়াকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে সুর চড়ায় গেরুয়াশিবির ৷ কিন্তু মহুয়া সেই পথ মাড়াননি ৷

আরও পড়ুন:বিরোধীদের বোকা বানানো হয়েছে, আদানি ইস্যুতে কেন্দ্রকে নিশানা মহুয়ার

মহুয়ার জবাব:

বুধবার সংসদের বাইরে এ নিয়ে মহুয়াকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, "আমি আপেলকে আপেলই বলি এবং আমি সেটাই বলব ৷" এরপরই সরাসরি সংশ্লিষ্ট বিজেপি সাংসদকে কাঠগড়ায় তোলেন মহুয়া ৷ তিনি বলেন, "এই ভদ্রলোক হলেন সেই ব্যক্তি, যিনি কৃষকদের 'দালাল' (পতিতাপল্লির) বলে সম্বোধন করেছিলেন ৷ তাঁর সেই মন্তব্য রেকর্ডেও রয়েছে ৷ আমি সেই ভিডিয়ো টুইট করেছি ৷ মাননীয় নগর উন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী রাজ্যসভায় ডা. শান্তনু সেনের উদ্দেশে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছিলেন ৷"

মহুয়ার সাফ কথা, যাঁরা নিজেরা বিভিন্ন সময় সময় সংসদে অসংসদীয় আচরণ করেছেন, তাঁদের কাছ থেকে অন্তত তিনি সংসদীয় আচরণ শিখবেন না ! তাঁর কথায়, "প্রথমবার সংসদে এমন আক্রমণাত্মক এবং কঠোর ভাষা প্রয়োগ করা হল, এমনটা মোটেই নয় ৷ আমার সবথেকে হাসি পাচ্ছে অন্য একটি কথা শুনে ৷ বিজেপি বলছে, 'একজন মহিলা হয়ে তিনি (মহুয়া) কীভাবে এমন শব্দ প্রয়োগ করতে পারেন !' তাহলে কি এসবের উপযুক্ত জবাব দিতে গেলে আমাকে পুরুষ হতে হবে ?"

প্রসঙ্গত, মহুয়ার বিরুদ্ধে অসংসদীয় ভাষা প্রয়োগের যে অভিযোগ উঠেছে, সূত্রের দাবি, সেই ঘটনার সময় টিডিপি সাংসদ রাম মোহন নায়ডু বক্তব্য পেশ করছিলেন ৷ তাই মহুয়ার মন্তব্য রেকর্ড করা হয়নি ৷ তারপরও মহুয়ার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি, বিজেপি সাংসদ হেমা মালিনি-সহ অন্যরা ৷ এদিকে, আদানি ইস্যুতে মঙ্গলবারের পর বুধবারও সরগরম ছিল সংসদ ৷ এদিন সংসদ চত্বরেই এ নিয়ে বিক্ষোভে সামিল হয় কংগ্রেস-সহ অন্য়ান্য বিরোধী দল ৷

ABOUT THE AUTHOR

...view details