নয়াদিল্লি, 30 মে: নয়া সংসদ ভবনের উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ সেই প্রসঙ্গেই আরও একবার কেন্দ্রকে নিশানা করলেন তিনি ৷ নয়া সংসদ ভবনের অন্দরসজ্জা নিয়ে প্রখ্যাত শিল্পী সুধাব্রত সেনগুপ্তর একটি লেখা নিজের টুইটার হ্যান্ডেলে তুলে ধরেছেন তিনি ৷ শিল্পীর সুরেই মহুয়া লিখেছেন, কদর্যতাকে ভারতের জাতীয় পরিচয় হিসেবে তুলে ধরার জন্য ইতিহাস বিজেপির এই শাসনকে মনে রাখবে ৷
শিল্পী সুধাব্রত সেনগুপ্ত তাঁর ফেসবুকের পাতায় নয়া সংসদ ভবনের শিল্পকীর্তির কড়া সমালোচনা করেছেন ৷ তাঁর মতে, দেশের হিন্দুত্বের বৈশিষ্ট্যগুলিই প্রতিভাত হয়েছে নয়া সংসদ ভবনের স্থাপত্যে ৷ সেখানে ইসলামিক শিল্পের প্রভাব এবং উপস্থিতির কোনও চিহ্ন নেই ৷ নতুন সংসদ ভবনের কারুকাজ ও অন্দরসজ্জা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন তিনি ৷
তাঁর সেই লেখা নিজের টুইটার হ্যান্ডেলে তুলে ধরেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ৷ শিল্পীরই লেখা পংক্তিকে ধার করে তিনিও লিখেছেন, "যেভাবে এই শাসনকালে কদর্যতাকে একটি ভারতীয় জাতীয় পরিচয় হিসেবে তুলে ধরা হয়েছে, তার জন্য ইতিহাস এই শাসনকে মনে রাখবে । আমরা যা-ই ছিলাম বা না ছিলাম, আমরা কখনওই ভিন্ন ভিন্ন কদর্যতার সমষ্টি ছিলাম না । তবে এই সরকারের সৌজন্যে আমরা এখন তা-ই হয়েছি ।"