পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua responds to Chidambaram over Goa promise: গোয়ায় মহিলাদের মাসে 5000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি, চিদম্বরম-মহুয়ার টুইটয়ুদ্ধ - মহিলাদের মাসে 5000 টাকা অনুদান

গোয়ার মহিলাদের মাসে 5000 টাকা (Rs 5,000-for-women promise in Goa) দেওয়া সম্ভব (Mahua Moitra news) ৷ পি চিদম্বরমের (P Chidambaram news) কটাক্ষের জবাব দিতে অঙ্ক কষে এটাই বুঝিয়ে দিলেন মহুয়া মৈত্র (Mahua responds to Chidambaram over Goa promise)৷

Mahua Moitra responds after P Chidambaram slams TMCs Rs 5,000-for-women promise in Goa
গোয়ার মহিলাদের মাসে ₹5000 দেওয়া সম্ভব, চিদম্বরমকে অর্থনীতির পাঠ মহুয়ার

By

Published : Dec 12, 2021, 4:25 PM IST

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: গোয়ায় নির্বাচনের আগে মহিলাদের মাসে 5000 টাকা (Rs 5,000-for-women promise in Goa) অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বিঁধলেন শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram news) ৷ মাসে 5000 টাকা করে দেওয়া হলে বছরে সরকারের গৃহলক্ষ্মী প্রকল্প বাবদ কত খরচ হবে তার পূর্ণাঙ্গ হিসেব দিয়ে টুইট করলেন তিনি ৷ যদিও তাঁর টুইটের (Mahua Moitra tweet) জবাব দিতে দেরি করেননি গোয়া তৃণমূল কংগ্রেসের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সাংসদ মহুয়া মৈত্র (Mahua responds to Chidambaram over Goa promise) ৷ তিনিও বাজেটের সঙ্গে তুল্যমূল্য হিসেব দিয়ে দাবি করেছেন, এই অনুদান দেওয়া অবশ্যই সম্ভব ৷

আর কয়েকমাস পরই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ তার আগে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে সেখানে গৃহলক্ষ্মী প্রকল্পের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ ওই রাজ্যে ক্ষমতায় এলে সেখানে প্রত্যেক বাড়ির গৃহকর্ত্রীকে এই প্রকল্পের আওতায় মাসে 5 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (griha laxmi scheme for goa women) ৷

তৃণমূলের এই ঘোষণাকে কটাক্ষ করে রবি সকালে টুইট করেন শীর্ষ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ তিনি লেখেন, "এই অঙ্কটি অর্থনীতিতে নোবেল পুরস্কারের দাবি রাখে ৷ গোয়ায় 3.5 লাখ গৃহকর্ত্রীকে 5000 টাকা করে মাসিক অনুদান দিতে হলে মাসে খরচ পড়ে 175 কোটি টাকা ৷ অর্থাৎ বছরে পড়ে 2100 কোটি টাকা ৷ 2020 সালের মার্চের শেষে যে গোয়ার বকেয়া ঋণ ছিল 23,473 কোটি টাকা, তাদের জন্য এটা (2100 কোটি টাকা) একটা 'ছোট' সংখ্যা ৷"

আরও পড়ুন:Goa TMC Griha Laxmi Scheme : গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্পে মহিলাদের মাসে 5 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের

চিদম্বরমের এই কটাক্ষের জবাব দিয়ে পাল্টা টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra news)৷ তিনি টুইটে লেখেন, "হ্যাঁ চিদম্বরম স্যার, গোয়ার 3.5 লাখ গৃহকর্ত্রীকে 5000 টাকা = 2100 কোটি টাকা, যেটা মোট বাজেটের 6-8 শতাংশ ৷ এটা অবশ্যই করা যায় ৷" মহুয়ার (Mahua Moitra) যুক্তি, "কোভিড পরবর্তী হতাশাজনক পরিস্থিতিতে ভাল অর্থনীতির জন্য প্রয়োজন গোটা ব্যবস্থার হাতে নগদ অর্থ থাকা ৷"

আরও পড়ুন :Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Goa) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের আগেই গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ রাজ্যেও তারা প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন, এটা গোয়ার মানুষকে বোঝাতে তৎপর হবে তৃণমূল নেতৃত্ব ৷ প্রকল্পের বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ এককথায় গোয়ায় আশানুরূপ ফল করতে অল-আউট খেলছে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন:Mahua Moitra on Goa Politics : গোয়ায় সমস্ত রাজনৈতিক দলেরই বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে, দাবি মহুয়ার

ABOUT THE AUTHOR

...view details