নয়াদিল্লি, 12 ডিসেম্বর: গোয়ায় নির্বাচনের আগে মহিলাদের মাসে 5000 টাকা (Rs 5,000-for-women promise in Goa) অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বিঁধলেন শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram news) ৷ মাসে 5000 টাকা করে দেওয়া হলে বছরে সরকারের গৃহলক্ষ্মী প্রকল্প বাবদ কত খরচ হবে তার পূর্ণাঙ্গ হিসেব দিয়ে টুইট করলেন তিনি ৷ যদিও তাঁর টুইটের (Mahua Moitra tweet) জবাব দিতে দেরি করেননি গোয়া তৃণমূল কংগ্রেসের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সাংসদ মহুয়া মৈত্র (Mahua responds to Chidambaram over Goa promise) ৷ তিনিও বাজেটের সঙ্গে তুল্যমূল্য হিসেব দিয়ে দাবি করেছেন, এই অনুদান দেওয়া অবশ্যই সম্ভব ৷
আর কয়েকমাস পরই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ তার আগে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে সেখানে গৃহলক্ষ্মী প্রকল্পের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ ওই রাজ্যে ক্ষমতায় এলে সেখানে প্রত্যেক বাড়ির গৃহকর্ত্রীকে এই প্রকল্পের আওতায় মাসে 5 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (griha laxmi scheme for goa women) ৷
তৃণমূলের এই ঘোষণাকে কটাক্ষ করে রবি সকালে টুইট করেন শীর্ষ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ তিনি লেখেন, "এই অঙ্কটি অর্থনীতিতে নোবেল পুরস্কারের দাবি রাখে ৷ গোয়ায় 3.5 লাখ গৃহকর্ত্রীকে 5000 টাকা করে মাসিক অনুদান দিতে হলে মাসে খরচ পড়ে 175 কোটি টাকা ৷ অর্থাৎ বছরে পড়ে 2100 কোটি টাকা ৷ 2020 সালের মার্চের শেষে যে গোয়ার বকেয়া ঋণ ছিল 23,473 কোটি টাকা, তাদের জন্য এটা (2100 কোটি টাকা) একটা 'ছোট' সংখ্যা ৷"