পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের মহুয়া মৈত্র - মহুয়া মৈত্র

Mahua Moitra Moves Supreme Court: ঘুষ নিয়ে প্রশ্ন করেছেন সংসদে, এই অভিযোগ ওঠায় তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রকে গত শুক্রবার লোকসভা থেকে বহিষ্কার করা হয় ৷ লোকসভার এথিক্স কমিটির সুপারিশ ধ্বনি ভোটে পাশ হওয়ায় সাংসদ পদ যায় মহুয়ার ৷ সোমবার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী ৷

Mahua Moitra Moves Supreme Court
Mahua Moitra Moves Supreme Court

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 1:58 PM IST

Updated : Dec 11, 2023, 2:25 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে সাংসদ পদ খারিজ হয়েছে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রর ৷ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ সোমবার তিনি এই নিয়ে মামলা দায়ের করেছেন বলে খবর ৷

উল্লেখ্য, মাস দুয়েক আগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ সামনে আসে ৷ অভিযোগ ওঠে, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহার ও টাকা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করেছেন লোকসভায় ৷ তাঁর উদ্দেশ্য ছিল শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা ৷

তাছাড়া লোকসভার ওয়েবসাইটে সাংসদদের জন্য যে লগ-ইন আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়, সেই তথ্য মহুয়া দর্শন হিরানন্দানিকে দিয়েছেন বলে অভিযোগ ওঠে ৷ বিদেশের একাধিক জায়গা থেকে সেই আইডি-তে লগ-ইন হয়েছে বলে অভিযোগ ৷ যখন বিদেশে লগ-ইন হয়েছে, সেই সময় মহুয়া দেশেই ছিলেন বলে জানা গিয়েছে ৷

এই অভিযোগ প্রথম সামনে আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ এই নিয়ে তিনি অভিযোগ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে ৷ তিনি বিষয়টি সংসদের এথিক্স কমিটির কাছে পাঠান ৷ এথিক্স কমিটি নিশিকান্ত দুবেকে ডেকে পাঠান ৷ পাশাপাশি ডেকে পাঠানো হয় আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকেও ৷ কারণ, নিশিকান্ত দুবে দাবি করেছিলেন যে মহুয়ার বিরুদ্ধে সমস্ত তথ্য তিনি জয়ের কাছ থেকেই পেয়েছিলেন ৷

তলব করা হয়েছিল মহুয়া মৈত্রকেও ৷ তিনি শুনানির পর বাইরে এসে জানান যে তাঁকে অপমানজনক কথা বলা হয়েছে ৷ দর্শন হিরানন্দানিকে তলব না করা হলেও তিনি এথিক্স কমিটির কাছে একটি হলফনামা জমা দেন ৷ সেখানে তিনি সমস্ত অভিযোগ স্বীকারও করেন বলে খবর ৷

গত শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হয় ৷ এথিক্স কমিটি মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করে ৷ তার পর ধ্বনিভোটে পাশ হয়ে যায় সেই সুপারিশ ৷ এবার সাসংদ পদ খারিজ হয়ে যাওয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মহুয়া মৈত্র ৷

আরও পড়ুন:

  1. এথিক্স কমিটির সুপারিশ মেনেই বহিষ্কৃত মহুয়া, বিরোধীদের বিক্ষোভে উত্তাল লোকসভা
  2. মহুয়া মৈত্র ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল রাজ্যের বিরোধীদের মধ্যে
  3. 'এবার সিবিআই যাবে বাড়িতে, হেনস্তা হবে'; সাংসদ পদ খারিজ হতেই ক্ষোভ উগড়ে দিলেন মহুয়া
Last Updated : Dec 11, 2023, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details