শিলং, 23 ফেব্রুয়ারি:মেঘালয়ে ভোটের প্রচারে (Maghalaya Assembly Election 2023 Campaign) এসে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi Attacks TMC) ৷ তিনি বলেছিলেন, তৃণমূল কংগ্রেস আদতে বিজেপিরই 'বি টিম' ! বৃহস্পতিবার রাহুলের সেই আক্রমণের জবাব দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ চাঁচাছোলা ভাষায় সমালোচনা করলেন রাহুল গান্ধি ও তাঁর দলের (Mahua Moitra hit back Rahul Gandhi) ৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মহুয়া ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে তিনি বলেন, "ভারতের রাজনীতিতে জাতীয় রাজনৈতিক দলগুলির একচেটিয়া আধিপত্য়ের দিন শেষ হয়ে গিয়েছে ৷" মহুয়া মনে করেন, তৃণমূল কংগ্রেসকে যদি দ্বিদলীয় ব্যবস্থাপনার উপর নির্ভর করতে বাধ্য করা হয়, তাহলে ভারতের গণতন্ত্র অসুরক্ষিত হয়ে পড়বে ! এই প্রসঙ্গে মহুয়া আরও বলেন, "বাংলায় 34 বছর ধরে শাসন করেছিল সিপিএম ৷ তৃণমূল সেই দলের বিরুদ্ধে লড়াই করেছে ৷ আমরা পশ্চিমবঙ্গে পরপর টানা তিনবার জয়লাভ করেছি ৷"
আরও পড়ুন:আদানির বিমানে মোদি নিজের বাড়ির মতোই আরামে বসেছিলেন, কটাক্ষ রাহুলের
প্রসঙ্গত, সম্প্রতি মেঘালয়ের শাসকদল ন্য়াশনাল পিপলস পার্টি এবং তাদের পূর্বতন রাজনৈতিক জোটসঙ্গী বিজেপির সঙ্গেও বাকযুদ্ধে জড়িয়েছিলেন মহুয়া মৈত্র ৷ তিনি সরাসরি আক্রমণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে ৷ মহুয়া বলেছিলেন, "আজ হয়তো কনরাড সাংমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলছেন ৷ এবং স্বরাষ্ট্র মন্ত্রকও তার জবাব দিচ্ছে ৷ কিন্তু, যেই মুহূর্তে নির্বাচন শেষ হয়ে যাবে, ওঁরা আবার ভাই-ভাই হয়ে যাবেন !"
এই প্রেক্ষাপট তুলে ধরে মহুয়া রাজ্যবাসীকে বারবার করে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান ৷ ভোটারদের প্রতি তাঁর আবেদন, তাঁরা যেন ভুলেও বিজেপি এবং এনপিপি-র ফাঁদে পা না দেন ! এই প্রসঙ্গে মহুয়া বলেন, "বিজেপি ও এনপিপি দীর্ঘদিন ধরে জোটবদ্ধভাবে রাজ্যের ক্ষমতায় ছিল ৷ কিন্তু, তাদের শাসনকালে মেঘালয়ের কোনও উন্নতি হয়নি ৷ গত পাঁচবছরে মেঘালয় উন্নয়নের মুখ দেখেনি ৷" তাই উন্নয়নের ছোঁয়া পেতে গেলে তৃণমূল কংগ্রেসকেই ক্ষমতায় আনতে হবে বলে দাবি করেন মহুয়া মৈত্র ৷