নয়াদিল্লি, 8 ডিসেম্বর:এথিক্স কমিটির রিপোর্টেই শেষ পর্যন্ত সিলমোহর দিয়েছেন লোকসভার অধ্যক্ষ । আর শুক্রবার ধ্বনি ভোটে সাংসদ পদ খারিজের পরই লোকসভার বাইরে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র । একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, কার্যত নারীবিদ্বেষী মনোভাব দেখিয়েছে মোদি সরকার । তিনি বলেন, "আমার বিরুদ্ধে টাকা এবং উপহার নেওয়ার কোনও প্রমাণ নেই । কালকেই বাড়িতে সিবিআই যাবে । আগামী ছ'মাস আমাকে হেনস্তা করা হবে । আদানিকে বাঁচাতে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে মোদি সরকার ।"
এদিন সংসদের ভিতরে এবং বাইরেও মহুয়ার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বিরোধী জোটের সাংসদদের । এমনকী মহুয়ার হয়ে সংসদের বাইরে প্রতিবাদে সামিল হয়েছেন খোদ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি । এদিন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, "কেউ আইনের উপরে নয় । যা হয়েছে সংসদে তা সংবিধানকে অমান্য করা হয়েছে । অসাংবিধানিক কাজ করা হয়েছে । সংবিধানের উপরে সংসদ নয় । সুপ্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করা হয়েছে । মহুয়াকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি । আত্মপক্ষ সমর্থন করতে না-দিয়ে সেই বিচার ন্য়ায়সঙ্গত নয় ।"