নয়াদিল্লি, 18 নভেম্বর : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) প্রধানদের মেয়াদ বাড়ানোর কেন্দ্রীয় অধ্যাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ ইতিমধ্যেই এনিয়ে একটি পিটিশন ফাইল করেছেন তৃণমূল সাংসদ ৷ অভিযোগ, কেন্দ্রীয় অধ্যাদেশ সংবিধানের সমতা রক্ষার নীতিকে লঙ্ঘন করছে ৷
সিবিআই এবং ইডি'র প্রধানদের দুই বছরের মেয়াদ ছিল যা এখন পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে । দুই বছরের মেয়াদ পূর্ণ করার পর তাঁদের মেয়াদ এক বছর করে তিনবার বৃদ্ধি হতে পারে ৷ বুধবার ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের অবসর নেওয়ার কথা ছিল ৷ গত বছরই তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তা এক বছর বাড়ানো হয়েছিল । চলতি সপ্তাহের শুরুতে দুই তদন্তকারী সংস্থার প্রধানদের মেয়াদ বাড়ানো হয় ৷ দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট (1946) এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন অ্যাক্ট (2003) অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি সম্ভব নয় ৷ তাই আইন সংশোধনের জন্য ওই অধ্যাদেশ জারি করে কেন্দ্র ৷ মহুয়া তার বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ৷