কলকাতা, 31 ডিসেম্বর: বছর শেষে আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রার দর এশিয়ার মধ্যে সবচেয়ে নীচে নেমেছে (Price Drop of Indian Currency) ৷ এই অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (FM Nirmala Sitharaman) নিশানা করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ মার্কিল ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দর 10.14 শতাংশ পড়ে গিয়েছে বলে দাবি করেন তৃণমূল সাংসদ ৷ আর তাই নিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তাঁর খোঁচা, ‘‘আশা করব দেশের অর্থমন্ত্রী হয়ে লোকসভায় এর জবাব দেবেন, বিজেপি নেত্রী হিসেবে নয় ৷’’
কৃষ্ণনগরের সাংসদ শুক্রবার রাতে একটি টুইটে লেখেন, "2022 সালের শেষে ভারতীয় টাকা (Indian Rupee Ends 2022 as Worst-Performing Asian Currency) এশিয়ার সবচেয়ে তলানিতে থাকা মুদ্রা হিসেবে জায়গা করে নিয়েছে ৷ মার্কিন ডলারের তুলনায় 10.14 শতাংশ এর দর পড়েছে ৷" এই অভিযোগেই থামেননি মহুয়া মৈত্র ৷ এর পরবর্তী পর্যায়ে সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে নিশানা করেন মুদ্রার দরের পতন নিয়ে ৷ তিনি অভিযোগ করেছেন, সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে সত্যি ঢাকার চেষ্টা করেন অর্থমন্ত্রী ৷