পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra: বিজেপি কর্মী নয়, অর্থমন্ত্রীর মতো জবাব দিন, বছর শেষে টাকার দামের পতন নিয়ে নির্মলাকে খোঁচা মহুয়ার - Nirmala Sitharaman

আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রার দরের পতন (Price Drop of Indian Currency) নিয়ে এবার নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman)-কে খোঁচা মহুয়া মৈত্রর (Mahua Moitra) ৷ বিজেপির কর্মী হিসেবে নয়, তাঁর থেকে দেশের অর্থমন্ত্রীর মতো জবাব দেওয়া উচিত বলে দাবি করেন সাংসদ ৷

Mahua Moitra and FM Nirmala Sitharaman ETV BHARAT
বছর শেষে টাকার দামের পতন নিয়ে নির্মলাকে খোঁজা মহুয়ার

By

Published : Dec 31, 2022, 1:15 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর: বছর শেষে আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রার দর এশিয়ার মধ্যে সবচেয়ে নীচে নেমেছে (Price Drop of Indian Currency) ৷ এই অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (FM Nirmala Sitharaman) নিশানা করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ মার্কিল ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দর 10.14 শতাংশ পড়ে গিয়েছে বলে দাবি করেন তৃণমূল সাংসদ ৷ আর তাই নিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তাঁর খোঁচা, ‘‘আশা করব দেশের অর্থমন্ত্রী হয়ে লোকসভায় এর জবাব দেবেন, বিজেপি নেত্রী হিসেবে নয় ৷’’

কৃষ্ণনগরের সাংসদ শুক্রবার রাতে একটি টুইটে লেখেন, "2022 সালের শেষে ভারতীয় টাকা (Indian Rupee Ends 2022 as Worst-Performing Asian Currency) এশিয়ার সবচেয়ে তলানিতে থাকা মুদ্রা হিসেবে জায়গা করে নিয়েছে ৷ মার্কিন ডলারের তুলনায় 10.14 শতাংশ এর দর পড়েছে ৷" এই অভিযোগেই থামেননি মহুয়া মৈত্র ৷ এর পরবর্তী পর্যায়ে সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে নিশানা করেন মুদ্রার দরের পতন নিয়ে ৷ তিনি অভিযোগ করেছেন, সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে সত্যি ঢাকার চেষ্টা করেন অর্থমন্ত্রী ৷

তাঁর টুইটে আরও লিখেছেন, "সত্যকে লুকাতে সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে চলেন ৷ আশা করব পরের বার মাননীয় অর্থমন্ত্রী লোকসভায় একজন সত্যিকারের অর্থমন্ত্রীর মতো সব প্রশ্নের জবাব দেবেন ৷ একজন বিজেপি নেত্রীর মতো নয় !"

রাজনৈতিক মহলের মতে, সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে মহুয়ার এই আক্রমণের নেপথ্যে নির্দিষ্ট কারণ আছে।এর আগে একাধিকবার নির্মলা সীতারমনকে লোকসভা বা রাজ্যসভায় বিরোধীদের প্রশ্নে মেজাজ হারাতে দেখা গিয়েছে ৷ শুধু তাই নয়,দৃঢ়তার সঙ্গে বিরোধী পক্ষের অভিযোগ খারিজও করে দিয়েছেন তিনি ৷ আর তাই তাঁকে এভাবে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ।

আরও পড়ুন:পাপ্পু এখন কে, লোকসভায় মোদি সরকারকে কটাক্ষ মহুয়ার

ABOUT THE AUTHOR

...view details