নয়াদিল্লি, 17 মার্চ: বিজেপি সাংসদ তাঁর হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য উল্লেখ করেছেন । এমনই অভিযোগ তুললেন মহুয়া মৈত্র ৷ এ নিয়ে শুক্রবার সকালে তিনি একের পর এক টুইট করেন এবং তাঁর বক্তব্যের পক্ষে একাধিক 'প্রমাণ'ও তুলে ধরেন (TMC MP Mahua Moitra tweets over Nishikant Dubey Educational qualification) ৷ প্রথম টুইটে তিনি লেখেন, "আমি সাধারণত লিঙ্ক করা টুইট করি না ৷ কিন্তু আজ সকালে আমার হাতে এত বেশি তথ্য (বা বলা ভালো ভুয়ো তথ্য) এসেছে, তাই পরবর্তী তিনটি টুইটের একটির সঙ্গে আরেকটির সম্পর্ক রয়েছে ৷"
এই তিনটির টুইটে প্রথমটিতে তিনি ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের (BJP MP Nishikant Dubey) 2009 সালে মনোনয়নপত্রের হলফনামার ছবি পোস্ট করেন ৷ সেখানে নিশিকান্ত তাঁর শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে তথ্য দিয়েছেন। লিখেছেন, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) থেকে 1993 সালে এমবিএ করেছেন ৷ মহুয়া লেখেন, "মাননীয় সদস্য 2009 এবং 2014 সালের হলফনামায় দাবি করেছেন তিনি 'আংশিক সময়ে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন' ৷ এখানে উল্লেখ্য, 2019 সালের আগে তাঁর শিক্ষাগত যোগ্যতার পুরো তালিকাটি দেখানো প্রয়োজন ৷"
এরপর এই সিরিজের দ্বিতীয় টুইট করেন মহুয়া ৷ তাতে ঝাড়খণ্ডের পুলিশ ইনস্পেক্টরকে লেখা দিল্লি বিশ্বিবিদ্যালয়ের ডিনের একটি চিঠি তুলে ধরা হয়েছে ৷ 2020 সালের 28 জুলাই লেখা ওই চিঠির বক্তব্য, নিশিকান্ত দুবে নামের কোনও ব্যক্তি 1993 সালে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে পাশ করেননি ৷ আরটিআইয়ের মাধ্যমে যে এই তথ্য পাওয়া গিয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে ৷ মহুয়া লেখেন, "2020 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় লিখিতভাবে উত্তর দিয়েছে ৷ সেখানে পরিষ্কার জানানো হয়েছে, মাননীয় সদস্যের নামে কোনও ব্যক্তি 1993 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রোগ্রামে না ভরতি হননি। অতএব পাশও করেননি ৷ এমনকী আরটিআইও একই কথা বলছে ৷"
আরও পড়ুন: অধ্যক্ষের নেতৃত্বেই গণতন্ত্রের উপর আঘাত নেমে আসছে, তীব্র আক্রমণ মহুয়ার