পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahesh Cooperative Bank servers hacked : ব্যাঙ্কের সার্ভার হ্যাক, লোপাট 12 কোটি টাকা ! - Hyderabad e-Fraud

হায়দরাবাদে মহেশ কো-অপারেটিভ ব্যাঙ্কের সার্ভার (Mahesh Cooperative Bank servers hacked) হ্যাক করল সাইবার অপরাধীরা ৷ সেখান থেকে 12 কোটি টাকা অন্যান্য 100টি ব্যাঙ্কে ট্রান্সফার (In the biggest e-Fraud in Hyderabad) করা হল ৷

mahesh-cooperative-bank-servers-hacked-in-hyderabad-rs-12-crore-siphoned-off
মহেশ কো-অপারেটিভ ব্যাঙ্কের সার্ভার হ্যাক, লোপাট 12 কোটি টাকা

By

Published : Jan 25, 2022, 10:35 AM IST

হায়দরাবাদ, 25 জানুয়ারি:হায়দরাবাদে সবচেয়ে বড় ই-প্রতারণার (In the biggest e-Fraud in Hyderabad) ঘটনা ঘটল ৷ মহেশ কো-অপারেটিভ ব্যাঙ্কের সার্ভার (Mahesh Cooperative Bank servers hacked) হ্যাক করে 12 কোটি টাকা লোপাট (Rs 12 crore siphoned off) করে দিল সাইবার অপরাধীরা ৷ ব্যাঙ্কের কর্মীদের অভিযোগের ভিত্তিতে সোমবার সাইবার শাখা একটি মামলা দায়ের করে এই নিয়ে তদন্ত শুরু করেছে ৷

পুলিশ জানিয়েছে, হ্যাকাররা ব্যাঙ্কের সার্ভার হ্যাক করার পর মেইন অ্যাকাউন্টে লগ-ইন করে ৷ এরপর সেই অ্যাকাউন্ট থেকে 100টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগাভাগি করে বিরাট অঙ্কের টাকা ট্রান্সফার করে দেয় ৷ ব্যাঙ্কের অন্তর্বর্তী (Hyderabad e-Fraud) পর্যবেক্ষণে বিষয়টি প্রকাশ্যে আসার পর সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম থানায় অভিযোহ দায়ের করেন ব্যাঙ্কের আধিকারিকরা ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে ৷ ব্যাঙ্কের প্রধান শাখা পরিদর্শন করে ৷ খতিয়ে দেখা হয় ব্যাঙ্কটির নিরাপত্তার দিকটি ৷

আরও পড়ুন:Fake Job Offer Arrest : ভারতীয় সেনায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার দুই

ওই ব্যাঙ্ক থেকে টাকা কোন কোন ব্যাঙ্কে ট্রান্সফার করা হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ চারটি রাজ্যে মোট 45টি শাখা রয়েছে অন্ধ্রপ্রদেশ মহেশ কো-অপারেটিভ ব্যাঙ্কের ৷ এর সদর দফতর হায়দরাবাদে ৷ পুলিশ অবিলম্বে অপরাধীদের খুঁজে বের করে লোপাট হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত পাওয়ার চেষ্টা চালাচ্ছে ৷

আরও পড়ুন:BSF commandant held for duping builders: বিল্ডারকে ঠকিয়ে 125 কোটি টাকার প্রতারণা, শ্রীঘরে বিএসএফ কম্যান্ডান্ট

ABOUT THE AUTHOR

...view details