দিল্লি, 14 ফেব্রুয়ারি: বিক্ষোভস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করলেন মহাত্মা গান্ধির নাতনি তারা গান্ধি ভট্টাচার্য। শনিবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমানার গাজিপুরে গিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি।
জাতীয় গান্ধি মিউজ়িয়ামের চেয়ারপার্সন তারা গান্ধি ভট্টাচার্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কৃষকদের কাছে আর্জি জানিয়েছেন। কৃষক সম্প্রদায়ের দাবিদাওয়ার প্রতি যত্নবান হওয়ার জন্য কেন্দ্রের কাছেও আবেদন করেছেন তিনি। তাঁর সঙ্গে গাজিপুরে গিয়েছিলেন গান্ধি স্মারক নিধির চেয়ারম্যান রামচন্দ্র রাহী, অল ইন্ডিয়া সর্ব সেবা সংঘের ম্যানেজিং ট্রাস্টি অশোক শরণ, গান্ধী স্মারক নিধির অধিকর্তা সঞ্জয় সিংহ ও জাতীয় গান্ধী মিউজিয়ামের অধিকর্তা এ আন্নামালাই।