নয়া দিল্লি, 25 এপ্রিল: বিনামূল্যে সমস্ত রাজ্যবাসীকে কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করল মহারাষ্ট্র সরকার ৷ গত কয়েক দিনে মহারাষ্ট্রে দিনে 60 হাজারের বেশি করোনা আক্রান্ত হয়েছে ৷ রবিবারও গোটা দেশে আক্রান্তের সংখ্যা তিন লক্ষের বেশি ৷ পর পর চতুর্থ দিনে এই অবস্থা দেশজুড়ে ৷
এই পরিস্থিতিতে এদিন মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী নবাব মালিক জানালেন, রাজ্যের সব নাগরিককেই এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে ৷ মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে ইতিমধ্যেই আন্তর্জাতিক টেন্ডার ডাকা হয়েছে ৷ দ্রুত এই কাজ শুরু করা হবে ৷