পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2 Minor Siblings Died: কীটনাশকের গুঁড়ো খেয়ে তিন ও সাত বছরের দুই ভাইবোনের মৃত্যু - কীটনাশকের গুঁড়ো

বাড়িতে রাখা কীটনাশকের গুঁড়ো খেয়ে দুই ভাইবোনের মৃত্যু (2 Minor Siblings Died) ৷ মহারাষ্ট্রের সাতারার ঘটনা ৷ মেয়েটি সাত বছরের ও ছেলেটির বয়স তিন বছর ৷

Maharashtra
Maharashtra

By

Published : Feb 15, 2023, 12:47 PM IST

Updated : Feb 15, 2023, 12:57 PM IST

সাতারা, 15 ফেব্রুয়ারি: মর্মান্তিক ! মহারাষ্ট্রের (Maharashtra) সাতারায় দুই ভাইবোনের মৃত্যুর প্রেক্ষিতে এই একটি শব্দই বোধহয় প্রযোজ্য ৷ বাড়িতে রাখা কীটনাশকের গুঁড়ো (Pesticide Powder) খেয়ে ওই দু’জনের মৃত্যু হয়েছে ৷ মেয়েটির বয়স সাত ও ছেলেটির বয়স মাত্র তিন ৷ ফলে বিষয়টি সামনে আসার শোকস্তব্ধ সাতারার মুন্ধে গ্রামের বাসিন্দারা ৷

পুলিশ জানিয়েছে, শ্লোক অরবিন্দ মালি (বয়স 3 বছর) ও তানিষ্কা অরবিন্দ মালি (বয়স 7) মহারাষ্ট্রের করদ তালুকের মুন্ধে গ্রামের বাসিন্দা । সোমবার শ্লোক অসুস্থ হয়ে পড়ে ৷ প্রথমে তার বমি হয় । তখন সে বাড়িতেই ছিল ৷ অত্যধিক বমি হওয়ার কারণে তাকে তার বাবা-মা করদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷

তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্লোকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ এর কিছুক্ষণ পরই শ্লোকের দিদি তানিষ্কাও অসুস্থ হয়ে পড়ে । সেও বমি করেছিল ৷ পরে সেও একইভাবে হাসপাতালে মারা যায় । পুলিশ জানিয়েছে, শ্লোকের ময়নাতদন্তের রিপোর্টের হাতে এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে যে অত্যধিক রক্তপাত ও ডিহাইড্রেশনের (Excessive Bleeding and Dehydration) কারণে মৃত্যু হয়েছে ৷ তানিষ্কার ময়নাতদন্তের রিপোর্ট এখনও পুলিশ পায়নি ৷ তবে তাদের অনুমান, তারও মৃত্যু একই কারণে হয়েছে ৷

পরিবারের সন্দেহ, বাড়ির একটি ঘরে শস্য মজুত করে রাখা ছিল ৷ সেখানেই কীটনাশক ছিল ৷ শিশু দু’টি কীটনাশকের গুঁড়া খেয়ে থাকতে পারে । তবে পুলিশের তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকার বাসিন্দারা শোকস্তব্ধ ৷ পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷ অন্যদিকে একই রকম একটি ঘটনায় মঙ্গলবার সাকরাদারা এলাকার আশীর্বাদ নগরে ভুলবশত মশা তাড়ানোর তরল খাওয়ার পরে দেড় বছরের এক শিশুকন্যা মারা যায় । তার পরও একই ধরনের ঘটনা ঘটল সাতারায় ৷

আরও পড়ুন:ধর্ষিতাকে বিয়ে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো মামলা বাতিল কর্ণাটক হাইকোর্টের

Last Updated : Feb 15, 2023, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details