নয়াদিল্লি, 10 জুন : বঙ্গভোটের মাসখানেক আগে থেকে শুরু হয়েছে ৷ ইয়া বড় দাড়ি বানিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে বিরোধীদের কম কটাক্ষ শুনতে হয়নি ৷ কিন্তু কিছুতেই কোনও হেলদোল নেই ৷ এখনও বাড়িয়ে চলেছেন দাড়ি ৷ আর এবার 'চা-ওয়ালা' প্রধানমন্ত্রীকে দাড়ি কাটার জন্য 100 টাকা পাঠালেন মহারাষ্ট্রের এক চা বিক্রেতা ৷
অনিল মোরে ৷ বাড়ি মহারাষ্ট্রের বারামতি ৷ পেশায় চা বিক্রেতা ৷ একটা ছোট চায়ের দোকান আছে ৷ লকডাউনের পর থেকে আর্থিক অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে উঠেছে অনিলের ৷ লকডাউন উঠলেও সেভাবে কাজের সুযোগ বাড়ছে না বলেই অভিযোগ তাঁর ৷ আর এদিকে প্রধানমন্ত্রীর দাড়ি বেড়েই চলেছে ৷ রাগে, বিরক্তিতে এবার তাই সরাসরি নরেন্দ্র মোদির কাছেই টাকা পাঠিয়ে দিলেন তিনি ৷ দাড়ি কাটার জন্য 100 টাকা পাঠালেন ৷