পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পড়ুয়াদের স্বাস্থ্যকে "অগ্রাধিকার", মহারাষ্ট্রে স্থগিত বোর্ডের পরীক্ষা

মহারাষ্ট্রে স্থগিত করা হল দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা ৷ সোমবার রাজ্য় সরকারের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ৷ করোনার বাড়বাড়ন্তের জেরেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে ৷ সরকারের বক্তব্য, পড়ুয়াদের স্বাস্থ্যই আমাদের কাছে অগ্রাধিকার ৷

Maharashtra state board exams for classes 10,12 postponed amid Covid surge, government says "Your health is our priority"
মহারাষ্ট্রে স্থগিত দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা

By

Published : Apr 12, 2021, 3:36 PM IST

Updated : Apr 12, 2021, 4:34 PM IST

মুম্বই, 12 এপ্রিল :মহারাষ্ট্রে স্থগিত করা হল দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ৷ সোমবার রাজ্য় সরকারের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ৷ করোনার বাড়বাড়ন্তের জেরেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে ৷ সরকারের বক্তব্য, পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ সেই কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে উদ্ধব ঠাকরে সরকারকে ৷

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে মে মাসের শেষের দিকে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়া হবে ৷ আর দশম শ্রেণির পরীক্ষা হবে জুন মাসে ৷ তবে পরীক্ষার নির্ঘণ্ট এখনই দেওয়া সম্ভব নয় বলেও জানানো হয়েছে রাজ্যের তরফে ৷ মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখেই পরীক্ষার সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাজ্য়ের স্কুল শিক্ষা মন্ত্রী বর্ষা গায়কোয়াড় ৷ তিনি বলেন, ‘‘বর্তমান পরিস্থিতি পরীক্ষা নেওয়ার উপযোগী নয় ৷ পড়ুয়াদের স্বাস্থ্য আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ৷’’ এদিন টুইটারে ভিডিয়ো পোস্ট করে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এই বার্তা দেন বর্ষা ৷

আরও পড়ুন :দিল্লির একাধিক হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার নির্দেশ

বর্ষা জানিয়েছেন, ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা-সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পরই বোর্ডের পরীক্ষা পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রাজ্য়ে করোনা পরিস্থিতির অবনতির কথা মাথায় রেখে সিবিএসই, আইসিএসই, আইবি এবং কেমব্রিজ বোর্ড কর্তৃপক্ষও যাতে আপাতত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখে, তাদের সেই আবেদন জানিয়ে রাজ্য়ের তরফে চিঠিও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বর্ষা ৷

Last Updated : Apr 12, 2021, 4:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details