মুম্বই, 24 জানুয়ারি:মহারাষ্ট্রে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুলে গেল স্কুল (Maharashtra schools reopen) ৷ কোভিডবিধি মেনে অফলাইন ক্লাসে যোগ দিতে বলা হয়েছে পড়ুয়াদের ৷ তবে বন্ধ হয়নি অনলাইন ক্লাস ৷ অভিভাবকরা তাঁদের সন্তানদের কোভিড পরিস্থিতিতে স্কুলে (when will schools reopen) পাঠাতে না-চাইলে অনলাইন ক্লাসও করাতে পারেন বলে নির্দেশিকায় বলা হয়েছে ৷
আবারও স্কুল প্রাঙ্গণে ফিরতে পেরে উচ্ছ্বসিত পড়ুয়ারা ৷ শিক্ষকরাও আনন্দের সঙ্গে তাদের স্বাগত জানিয়েছেন ৷ বিভিন্ন স্কুলে ধরা পড়েছে এই ছবি ৷ সিয়ন এলাকায় সাধনা বিদ্যালয় হাইস্কুলের (Educational institutes open in Mumbai) প্রিন্সিপাল স্বরূপ সাওয়ান্ত বলেন, "আজ স্কুলে পড়ুয়াদের স্বাগত জানানো হয়েছে ৷ আমরা কঠোর ভাবে কোভিডবিধি মেনে চলছি ৷ সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে ৷ পড়ুয়াদের হাত সংক্রমণমুক্ত করা হচ্ছে ৷"
ছেলেমেয়েদের স্কুলে (Mumbai schools) পাঠাবেন কি না, এই সিদ্ধান্ত অভিভাবকদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী আদিত্য ঠাকরে (Aditya Thackeray on schools) ৷ তিনি জানান, "আমরা স্কুল খুললেও ছাত্রছাত্রীদের স্কুলে আসাটা এখন বাধ্যতামূলক নয় ৷ এ ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন বাবা-মায়েরা ৷ তাঁরা বাচ্চাদের স্কুলে পাঠানো নিরাপদ বলে মনে করলে তবেই পাঠাবেন ৷"
আরও পড়ুন:Tolly Stars Reaction on school Opening : সব চললেও বন্ধ স্কুল, এবার মুখ খুলল টলিউড