নয়াদিল্লি, 6 জুলাই: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র অন্দরে রাজনৈতিক সংকট অব্যাহত ৷ বৃহস্পতিবার এই সংকটের পঞ্চম দিন ৷ এ দিনই মহারাষ্ট্র থেকে নয়াদিল্লি আসছেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার ৷ সেখানে তিনি দলের জাতীয় কার্যনির্বাহী সভায় অংশগ্রহণ করবেন ৷
কিন্তু দলের কৃতিত্ব কি এখনও তাঁর হাতে আছে ? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন অজিত পাওয়ার ৷ তিনি নিজেকে এনসিপির বর্তমান সভাপতি হিসেবে দাবি করেছেন ৷ তাই তিনি দলের প্রতীক ও নাম ব্যবহার করার জন্য আবেদন করেছেন ৷ অন্যদিকে বিদ্রোহী অজিত ও তাঁর সঙ্গে থাকা আটজন বিধায়কের পদ বাতিল নিয়ে পালটা কমিশনে আবেদন করেছেন শরদ পাওয়ারের শিবিরের জয়ন্ত পাটিল ৷
একই সঙ্গে মুম্বইয়ে এনসিপি কার্যালয় থেকে অজিত পাওয়ারের চিহ্ন মুছে ফেলার কাজ শুরু হয়েছে ৷ যেসব পোস্টারে শরদ পাওয়ারের সঙ্গে অজিতও ছিলেন, সেই পোস্টারগুলি সরিয়ে দেওয়া হয়েছে ৷ বদলে শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলের পোস্টার টাঙানো হয়েছে ওই কার্যালয়ে ৷