পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maharashtra Political Crisis: নয়াদিল্লির পথে শরদ পাওয়ার, পঞ্চম দিনেই অব্যাহত এনসিপির সংকট - নির্বাচন কমিশন

মহারাষ্ট্রে এনসিপির অন্দরের সংকট পড়ল পঞ্চম দিনে ৷ এখনও স্পষ্ট নয় যে দলের কর্তৃত্ব ঠিক কার হাতে রয়েছে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে আসছেন শরদ পাওয়ার ৷

Maharashtra Political Crisis
Maharashtra Political Crisis

By

Published : Jul 6, 2023, 12:44 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র অন্দরে রাজনৈতিক সংকট অব্যাহত ৷ বৃহস্পতিবার এই সংকটের পঞ্চম দিন ৷ এ দিনই মহারাষ্ট্র থেকে নয়াদিল্লি আসছেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার ৷ সেখানে তিনি দলের জাতীয় কার্যনির্বাহী সভায় অংশগ্রহণ করবেন ৷

কিন্তু দলের কৃতিত্ব কি এখনও তাঁর হাতে আছে ? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন অজিত পাওয়ার ৷ তিনি নিজেকে এনসিপির বর্তমান সভাপতি হিসেবে দাবি করেছেন ৷ তাই তিনি দলের প্রতীক ও নাম ব্যবহার করার জন্য আবেদন করেছেন ৷ অন্যদিকে বিদ্রোহী অজিত ও তাঁর সঙ্গে থাকা আটজন বিধায়কের পদ বাতিল নিয়ে পালটা কমিশনে আবেদন করেছেন শরদ পাওয়ারের শিবিরের জয়ন্ত পাটিল ৷

একই সঙ্গে মুম্বইয়ে এনসিপি কার্যালয় থেকে অজিত পাওয়ারের চিহ্ন মুছে ফেলার কাজ শুরু হয়েছে ৷ যেসব পোস্টারে শরদ পাওয়ারের সঙ্গে অজিতও ছিলেন, সেই পোস্টারগুলি সরিয়ে দেওয়া হয়েছে ৷ বদলে শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলের পোস্টার টাঙানো হয়েছে ওই কার্যালয়ে ৷

অন্যদিকে নয়াদিল্লিতে ধরা পড়েছে উলটো ছবি ৷ নয়াদিল্লির মিউনিসিপ্যাল ​​কাউন্সিল বা এনডিএমসি-র কাছে মৌলানা আজাদ রোড সার্কেল ও এনসিপি অফিসের কাছে জনপথ সার্কেল থেকে এনসিপি সভাপতি শরদ পাওয়ারের পোস্টার ও হোর্ডিং সরিয়ে দেওয়া হয়েছে । এছাড়া নয়াদিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনের কাছেও পোস্টার পড়েছে ৷ সেখানে অবশ্য শরদ পাওয়ারের সমর্থনেই পোস্টার পড়েছে ৷

আরও পড়ুন:এনসিপির কর্তৃত্ব দখলে কমিশনে অজিত, পালটা আবেদন শরদ শিবিরের

এনসিপি-র সংকটের পরিস্থিতি জল মাপছে মহারাষ্ট্রের বাকি দুই রাজনৈতিক প্রতিপক্ষ শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির ও কংগ্রেস ৷ বুধবারই উদ্ধব শিবির বৈঠক করেছিল ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করছে কংগ্রেস ৷

ABOUT THE AUTHOR

...view details