পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Child Marriage: বিয়ের 10 দিন পর পালিয়ে এল কিশোরী, হাজতে মা-মামা - গ্রেফতার

বিয়ের 10 দিন পর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এল নাবালিকা ৷ তার অভিযোগের ভিত্তিতেই হাজতে যেতে হয়েছে মা আর মামাকে ৷ মহারাষ্ট্রের ঘটনায় ফের একবার জোর করে বাল্যবিবাহের (Child Marriage) অভিযোগ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷ তদন্তে পুলিশ ৷

Maharashtra Police arrest mother and uncle as teenage girl alleges forced marriage
Child Marriage: বিয়ের 10 দিন পর পালিয়ে এল কিশোরী, হাজতে মা-মামা

By

Published : Jul 10, 2022, 7:16 PM IST

থানে, 10 জুলাই: গুজরাতের বাসিন্দা, 25 বছরের এক যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল 15 বছরের কিশোরীর (Child Marriage) ৷ বিয়ের 10 দিন পরই শ্বশুরবাড়ি থেকে পালিয়ে নিজের রাজ্য মহারাষ্ট্রে ফিরে আসে ওই কিশোরী ৷ গত 7 জুলাই উল্লাসনগরের হিল লাইন থানায় গিয়ে নিজের মা, মামা আর ঘটকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সে ৷ তারই ভিত্তিতে অভিযুক্ত মহিলা ও তাঁর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ (Maharashtra Police) ৷ নাবালিকার সাহসকে কুর্নিশ জানিয়েছে তারা ৷

পুলিশের কাছে মেয়েটি জানিয়েছে, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল ৷ এমনকী, বয়সের জন্য যাতে তার বিয়ে আটকে না যায়, তার জন্য পরিবারের সদস্যরা জাল নথিও তৈরি করেছেন বলে দাবি ওই কিশোরীর ৷ তার বাবা একজন অটোচালক ৷ মেয়েটি পুলিশকে জানিয়েছে, সে পড়াশোনা শিখে শিক্ষিকা হতে চায় ৷ কিন্তু, সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ার পরই মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ করে দেন তাঁর মা ৷ মহিলার দাবি ছিল, অভাবের সংসারে মেয়ের পড়ানোর খরচ সামলানো সম্ভব নয় ৷ মেয়েটির একটি দাদাও আছে ৷ তার বয়স 18 বছর ৷ বোনের বিয়ে আটকাতে তিনিও অনেক চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, তাতে লাভ হয়নি কোনও ৷

আরও পড়ুন:Child Marriage Stopped: দেগঙ্গায় নাবালিকার বিয়ে রুখল পুলিশ, আসর থেকে পালাল বরযাত্রীরা

গুজরাতের এক যুবকের সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক করেন একজন মহিলা ৷ তিনি পেশায় ঘটক ৷ কিশোরীর অভিযোগ, ওই মহিলাই তার মামার সঙ্গে ষড়যন্ত্র করে তার নামে জাল আধার কার্ড এবং স্কুল ছাড়ার নথি তৈরি করেন ৷ তাতে মেয়েটির বয়স 15 বছরের বদলে 18 বছর বলে উল্লেখ করা হয় ৷

মামলার তদন্তকারী আধিকারিক অম্বিকা ঘাস্তে জানিয়েছেন, "মেয়েটির মা আর মামা জোর করে তার বিয়ে দিয়েছিলেন ৷ মেয়েটির সমস্ত নথিও জাল করা হয়েছে ৷ এমনকী, বিয়ে না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বাড়িতে আটকে রাখা হয়েছিল ৷ গত 25 জুন মেয়েটিকে গুজরাতে পাঠানো হয় ৷ কিন্তু, তার বাবার এই বিয়েতে আপত্তি ছিল ৷"

পুলিশের কাছে মেয়েটি জানিয়েছে, সে যদি সরাসরি বাড়ি ফিরে যেত, তাহলে তার মা তাকে আবার জোর করে শ্বশুরবাড়ি ফেরত পাঠিয়ে দিত ৷ সেই কারণেই সে সোজা থানায় পৌঁছে যায় ৷ এবং মা, মামা ও ঘটকের নামে অভিযোগ দায়ের করে ৷ এরপর মেয়েটির মা ও মামাকে গ্রেফতার করা হলেও পূজা নামে ওই ঘটকের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি ৷ মেয়েটিকে রাখা হয়েছে সরকারি হোমে ৷ তার স্কুলে যাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details