থানে, 10 জুলাই: গুজরাতের বাসিন্দা, 25 বছরের এক যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল 15 বছরের কিশোরীর (Child Marriage) ৷ বিয়ের 10 দিন পরই শ্বশুরবাড়ি থেকে পালিয়ে নিজের রাজ্য মহারাষ্ট্রে ফিরে আসে ওই কিশোরী ৷ গত 7 জুলাই উল্লাসনগরের হিল লাইন থানায় গিয়ে নিজের মা, মামা আর ঘটকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সে ৷ তারই ভিত্তিতে অভিযুক্ত মহিলা ও তাঁর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ (Maharashtra Police) ৷ নাবালিকার সাহসকে কুর্নিশ জানিয়েছে তারা ৷
পুলিশের কাছে মেয়েটি জানিয়েছে, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল ৷ এমনকী, বয়সের জন্য যাতে তার বিয়ে আটকে না যায়, তার জন্য পরিবারের সদস্যরা জাল নথিও তৈরি করেছেন বলে দাবি ওই কিশোরীর ৷ তার বাবা একজন অটোচালক ৷ মেয়েটি পুলিশকে জানিয়েছে, সে পড়াশোনা শিখে শিক্ষিকা হতে চায় ৷ কিন্তু, সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ার পরই মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ করে দেন তাঁর মা ৷ মহিলার দাবি ছিল, অভাবের সংসারে মেয়ের পড়ানোর খরচ সামলানো সম্ভব নয় ৷ মেয়েটির একটি দাদাও আছে ৷ তার বয়স 18 বছর ৷ বোনের বিয়ে আটকাতে তিনিও অনেক চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, তাতে লাভ হয়নি কোনও ৷
আরও পড়ুন:Child Marriage Stopped: দেগঙ্গায় নাবালিকার বিয়ে রুখল পুলিশ, আসর থেকে পালাল বরযাত্রীরা