পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 23, 2022, 12:31 PM IST

ETV Bharat / bharat

MP Faces Rape Allegations: মহারাষ্ট্রের সাংসদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্তে সিট গঠনের নির্দেশ

লোকসভার সাংসদ রাহুল শেওয়ালের (MP Rahul Shewale rape allegation case update) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের (MP Faces Rape Allegations) তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের জন্য মহারাষ্ট্র সরকারকে (Maharashtra News) নির্দেশ দিলেন মহারাষ্ট্র বিধান পরিষদের ডেপুটি চেয়ারপার্সন নীলম গোরহে (Gorhe seeks SIT probe)৷

Rahul Shewale ETV Bharat
রাহুল শেওয়ালে

নাগপুর, 23 ডিসেম্বর: লোকসভার সাংসদ রাহুল শেওয়ালের (MP Rahul Shewale rape allegation case update) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের (MP Faces Rape Allegations) তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের নির্দেশ দেওয়া হল মহারাষ্ট্র সরকারকে ৷ মহারাষ্ট্র (Maharashtra News) বিধান পরিষদের ডেপুটি চেয়ারপার্সন নীলম গোরহে (Gorhe seeks SIT probe) বৃহস্পতিবার সরকারকে সিট গঠন করতে বলেছে । শিবসেনার (ইউবিটি) বিধান পরিষদের সদস্য অনিল পরব এবং মনিশা কায়ান্দে বিষয়টি বিধান পরিষদের অধিবেশনে উত্থাপন করেন ৷

পরব বলেন যে, মুম্বই দক্ষিণ সেন্ট্রালের সাংসদ, যিনি একনাথ শিন্ডে গোষ্ঠীর সঙ্গে রয়েছেন, তিনি একজন মহিলাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ ফলে বিষয়টির তদন্তের জন্য একটি সিট গঠন করা উচিত । কায়ান্দে দাবি করেন যে, মামলাটি মুম্বই পুলিশ নথিভুক্তই করেনি । নিগৃহীতা থাকেন দুবাইতে ৷ তিনি অভিযোগ করতে মহানগরীতে আসতে চান এবং তাঁকে অবশ্যই সুরক্ষা প্রদান করতে হবে বলে দাবি করেন কায়ান্দে ৷

আরও পড়ুন:একনাথের ‘বালাসাহেবের শিবসেনা’-র প্রতীক ঢাল-তরোয়াল, জানাল কমিশন

কায়ান্দে তাঁর অভিযোগের বিষয়ে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের কাছে ৷ ফড়নবীশ রাজ্যের স্বরাষ্ট্র দফতরেরও দায়িত্বে রয়েছেন ৷ শেওয়ালের বিরুদ্ধে অভিযোগের সময় ট্রেজারি বেঞ্চগুলি থেকে স্লোগান ওঠে ৷ সেই কারণে নীলম গোরহে 30 মিনিটের জন্য বিধান পরিষদ স্থগিত করেন । কাউন্সিল পুনরায় বসার পর গোরহে বলেন যে, তিনি অভিযোগের তদন্তের জন্য একটি সিট গঠন করতে একনাথ শিন্ডে সরকারকে নির্দেশ দিচ্ছেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details