থানে (মহারাষ্ট্র), 24 নভেম্বর: শ্মশানে (Crematorium) জন্মদিন পালন করে কুসংস্কারের (Superstitions) বিরুদ্ধে বার্তা দিলেন এক প্রৌঢ় ৷ ওই প্রৌঢ়ের নাম গৌতম রতন মোরে ৷ তিনি মহারাষ্ট্রের (Maharashtra) থানে জেলার কল্যাণ শহরের বাসিন্দা ৷ গত শনিবার, 19 নভেম্বর ওই ব্যক্তির জন্মদিন ছিল ৷ সেই কারণ শনিবার রাতে তিনি জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় মোহানে শ্মশানে ৷
54 বছরের গৌতমের অতিথির সংখ্যা ছিল 100-র বেশি ৷ তাঁদের মধ্যে 40 জন মহিলা ও শিশু ছিল ৷ শ্মশানে বসেই তাঁরা জন্মদিনের কেক ও বিরিয়ানি (Biryani) খেয়ে আনন্দ করেন ৷ ওই প্রৌঢ়ের বক্তব্য, শ্মশান নিয়ে অনেক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা আছে ৷ সেগুলোই তিনি মানুষের মন থেকে দূর করতে চান ৷ যেমন অনেকে মনে করেন যে রাতে শ্মশানে ভূত থাকে ৷ সেই কারণে তিনি রাতেই জন্মদিনের অনুষ্ঠানেরা আয়োজন করেন ৷ যাতে সকলে বুঝতে পারেন যে শ্মশানে ভূত থাকে না ৷