পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউনে মিলছে না মদ, স্যানিটাইজার খেয়ে সাতজনের মৃত্যু - স্যানিটাইজার

এই ধরনের ঘটনা এই প্রথম নয় ৷ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে ৷ গত বছর লকডাউন ঘোষণা হওয়ার পরও স্যানিটাইজার খেয়ে মৃত্যুর মতো ঘটনা সামনে এসেছিল ৷

লকডাউনে মিলছে না মদ, স্যানিটাইজার খেয়ে সাতজনের মৃত্যু
লকডাউনে মিলছে না মদ, স্যানিটাইজার খেয়ে সাতজনের মৃত্যু

By

Published : Apr 24, 2021, 8:18 PM IST

মুম্বই, 24 এপ্রিল : শিরোনাম পড়ে চমকে ওঠাটাই স্বাভাবিক ৷ কারণ, মদের নেশায় কতটা ডুবে গেলে মানুষ এই ধরনের ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারে ৷ সেটাই এখানে সবচেয়ে উদ্বেগজনক বিষয় ৷

ঘটনাটি মহারাষ্ট্রের ৷ সেখানকার প্রশাসনের তরফে শনিবার জানানো হয়েছে যে রাজ্যজুড়ে লকডাউন চলছে ৷ তাই জরুরি পরিষবা ছাড়া সবকিছুই বন্ধ ৷ স্বাভাবিক তাই মদও অমিল ৷ সেই কারণে মদ না পেয়ে ওই সাতজন স্যানিটাইজার খায় বলে জানা গিয়েছে ৷

মহারাষ্ট্রের বাণী গ্রামের বাসিন্দা ওই সাতজন৷ প্রত্যেকেই শ্রমিক ৷ শুক্রবার গভীর রাতে তাঁদের স্থানীয় হাসপাতালে আনা হয় ৷ তাঁদের মুখের ভিতর, পাকস্থলি পুড়ে গিয়েছিল ৷ তাঁরা বমি করছিলেন ৷ পরে হাসপাতালেই তাঁদের মৃত্যু হয় ৷

প্রশাসনের দাবি, যেহেতু মদের দোকান বন্ধ ৷ তাই তাঁরা মদ কিনতে পারেননি ৷ সেই কারণে স্যানিটাইজার খেয়ে নেন ৷ কারণ, স্যানিটাইজারেও অ্যালকোহল থাকে ৷

আরও পড়ুন :দুর্নীতির অভিযোগে আটক মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী

যদিও এই ধরনের ঘটনা এই প্রথম নয় ৷ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে ৷ গত বছর লকডাউন ঘোষণা হওয়ার পরও স্যানিটাইজার খেয়ে মৃত্যুর মতো ঘটনা সামনে এসেছিল ৷

ABOUT THE AUTHOR

...view details