পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Widow Remarriage : মহারাষ্ট্রের কোলাপুরের বিধবাদের বিয়ের স্বীকৃতি দিল সরকার - কোলাপুর জেলার দুটি গ্রাম পঞ্চায়েতে এক অনুদান ঘোষণা করা হয়েছে

মহারাষ্ট্রের কোলাপুরের দুটি গ্রাম পঞ্চায়েতে বিধবাদের পুনর্বিবাহের জন্য অনুদান ঘোষণা করা হয়েছে (Maharashtra govt recognized widow remarriage in two gram panchayat) ৷ বিধবাদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তার বাইরে গিয়ে, কোলাপুর জেলার ওই দুটি গ্রাম পঞ্চায়েত বিধবাদের পুনর্বিবাহের জন্য 11 হাজার টাকা অনুদান ঘোষণা করেছে ৷

Widow Remarriage
কোলাপুরের বিধবাদের বিয়ের স্বীকৃতি দিল সরকার

By

Published : Jun 9, 2022, 10:00 PM IST

কোলাপুর, 9 জুন :কোলাপুর জেলার দুটি গ্রাম পঞ্চায়েতে বিধবাদের বিয়ে নিয়ে এক অনুদান ঘোষণা করা হয়েছে ৷ তা হল বিধবাদের বিয়ে দেওয়া নিয়ে (Maharashtra govt recognized widow remarriage in two gram panchayat) ৷ দেশের মধ্যে এই প্রথম এই ধরনের পুনর্বিবাহের জন্য অনুদান ঘোষণা করা হল ওই দুটি গ্রামে ৷

রাজবীর ছত্রপতি শাহু মহারাজের করবীর নগরে বিধবাদের যে প্রথা অর্থাৎ বিধবাদের যে আচার রীতি রয়েছে তা নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নিয়েছে হেরওয়াদ গ্রাম পঞ্চায়েত। এরপর মহারাষ্ট্র সরকার রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতকে এই সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছে। পরিপ্রক্ষিতে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের তরফেও এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এরপরে বিধবাদের উপর যে নিষেধাজ্ঞার ছিল তার বাইরে গিয়ে, কোলাপুর জেলার দুটি-গ্রাম পঞ্চায়েত বিধবাদের পুনর্বিবাহের জন্য 11 হাজার টাকা অনুদানও ঘোষণা করে। এই ধরনের পুনর্বিবাহের জন্য অনুদান ঘোষণা করা দেশের মধ্যে প্রথম গ্রাম পঞ্চায়েত হল হেরওয়াদ গ্রাম পঞ্চায়েত।

আরও পড়ুন :300 ফুট কুয়ো থেকে সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার শিশু

গ্রাম পঞ্চায়েত দুটির নাম হল শিরোল তালুকের টাকলিওয়াড়ি এবং রাধানগরী ৷ ওই পঞ্চায়েত দুটি বিধবাদের যে প্রথা রয়েছে তা বন্ধ না করে একধাপ এগিয়েছে। বিয়ের বিভিন্ন অনুষ্ঠান যেমন গায়ে হলুদ, মেহেন্দির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিধবাদের ৷ এছাড়াও টাকলিওয়াড়ি গ্রাম পঞ্চায়েত 50 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছে। বুধবার সেখানকার এক মন্দিরে দেবীর আরাধনার পর সুবাসিনী পূজা করা হয় ৷ এতে উপস্থিত ছিলেন বিধবা চন্দ্রাবাই নির্মলে, রেশমা নির্মলে, সরিতা নির্মলে ও শোভা নির্মলা।

ABOUT THE AUTHOR

...view details