মুম্বই, 4 সেপ্টেম্বর: টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুতে তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Govt orders investigation on Cyrus Mistry death) ৷ রবিবার দুপুরে মহারাষ্ট্রের পালঘরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান এই শিল্পপতি (Cyrus Mistry died in a road accident in Palghar) ৷ আমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার পথে একটি ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি (Cyrus Mistry dead) ৷ ঘটনার অভিঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 54 বছর বয়সি শিল্পপতি সাইরাস মিস্ত্রি'র (Cyrus Mistry) ৷
এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis tweets on Cyrus Mistry demise) ৷ এই বিষয়ে তিনি জানান, পুলিশ এই ঘটনার তদন্ত করবে ৷ টুইটে তিনি লেখেন, "টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবরে স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত ৷ ডিজিপি'র সঙ্গে কথা বলেছি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে ৷"